কালিগঞ্জ

কালিগঞ্জে রিমালে ক্ষতিগ্রস্ত ১শ পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ

By daily satkhira

June 09, 2024

নিজস্ব প্রতিনিধি :

সাতক্ষীরার কালিগঞ্জে ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। রবিবার বিকাল চারটায় কালিগঞ্জে প্রেরণার নিজস্ব কার্যালয়ে ক্ষতিগ্রস্থ ১শ পরিবারের মধ্যে পরিবার প্রতি ৬ হাজার টাকা বিতরণ করা হয়।

বেসরকারি উন্নয়ন সংস্থা প্রেরণা নারী উন্নয়ন সংগঠনের বাস্তবায়নে ক্রিশ্চিয়ান এইড ও স্টার্ট ফান্ড বাংলাদেশের আর্থিক সহযোগিতায় নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কালিগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অর্ণা চক্রবর্তী।

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার বাকী বিল্লাহ, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি, প্রজেক্ট কো অর্ডিনেটর বিজয় বিশ্বাস, প্রেরনার নির্বাহী প্রধান শম্পা গোস্বামী,ক্রিশ্চিয়ান এইডের একাউন্টিবিলিটি এন্ড সেফগার্ডিং কোর্ডিনেটর দেলোয়ার নয়ন। ###