বিএম আলাউদ্দীন আশাশুনি ব্যুরো: আশাশুনি উপজেলার খাজরায় ও বড়দল ইউনিয়নের ১০ হাজার বিঘা আবাদি জমির জলবদ্ধতা নিরসনের উদ্যোগ নিলেন বারবার নির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবিএম মোস্তাকিম। সোমবার সকালে খাজরা ও বড়দল দুই ইউনিয়নের কয়েক হাজার ভুক্তভোগী ও সাধারণ জনগণকে সাথে নিয়ে চেউটিয়া, বামন ডাঙ্গা, বাইনতলা, মাদিয়া, ফটিকখালী খাজরা দক্ষিণ বড়দল, কালকির গেট সংলগ্ন খাল সহ প্রায় ১২ কিলোমিটার খালের ওপরের অবৈধ বাদ ও নেট পাঠা অপসারণ করেন।
অপসারণকালে এবিএম মোস্তাকিম বলেন আমি নির্বাচনের আগে এই এলাকার জনগণকে প্রতিশ্রুতি দিয়েছিলাম। আবাদ যোগ্য দশ হাজার বিঘা জমি জলাবদ্ধতা নিরসনের মাধ্যমে আবারো আবাদ যোগ্য করে তুলবো এ লক্ষ্যে আমি কাজ শুরু করেছি। আগামী দিনে যাতে করে আর এই এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি না হয় সেজন্য স্লউইচ গেট গুলো পলি নিষ্কাশনের মাধ্যমে দ্রুত সংস্কার করা হবে।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোল্যা রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক ও শ্রীউলা ইউপির সাবেক চেয়ারম্যান আবু হেনা শাকিল, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও বড়দল ইউপি চেয়ারম্যান জগদীশ চন্দ্র সানা, উপজেলা শ্রমিক লীগের সভাপতি ঢালী মোঃ শামসুল আলম, ইউনিয়ন কৃষকলীগের সভাপতি সোহরাব হোসেন মোড়ল, আওয়ামী লীগ নেতা মাহফুজুর রহমান চৌধুরী বাবু, ইউপি সদস্য হাসান, সাবেক ইউপি সদস্য মন্টু শাহ প্রমুখ।