সাতক্ষীরা

সাতক্ষীরায় জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে পিটিয়ে জখমের অভিযোগ

By daily satkhira

June 11, 2024

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে লোহার রড দিয়ে পিটিয়ে জখমের অভিযোগ উঠেছে।

এঘটনায় ন্যায় বিচার চেয়ে সাতক্ষীরা সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী পরিবার। আহতরা হলেন, ঝাউডাঙ্গা কলুপাড়া গ্রামের রেজাউল ইসলাম, তার স্ত্রী ছকিনা খাতুন ও তার পুত্র সুমন রায়হান।

আহত সুমন রায়হান হোসেন জানান, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে একই এলাকার মৃত আবুল হোসেনের পুত্র ইমদাদুল ইসলামগংয়ের সাথে বিরোধ চলে আসছিল।

এর জের ধরে ইমদাদুলের নেতৃত্বে তার ভাই মুনদাদুল ইসলাম, মৃত জব্বার মোড়লের পুত্র ফজর আলী, আ: রহিম মোড়লের পুত্র আশরাফুল ইসলাম, আশরাফুল ইসলামের স্ত্রী পারুল খাতুন, ফজর আলীর স্ত্রী মমতাজ খাতুন, ইমদাদুল ইসলামের স্ত্রী আজমিরা খাতুন, মুনদাদুল ইসলামের স্ত্রী সাবিনা খাতুন, আশরাফুল ইসলামের আকাশ হোসেনসহ কয়েকজন সুমন রায়হানের বাড়িতে হামলা করে। এতে বাধা দেওয়ায় সুমন রায়হানের মাতা ছকিনা খাতুন এবং পিতা রেজাউল ইসলামকে লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে।

তাদের উদ্ধার করতে এগিয়ে আসায় সুমন রায়হানকেও মারপিট করে। এঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে ন্যায় বিচার চেয়ে সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ##