সাতক্ষীরা

মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম শীর্ষক প্রকল্পের ভ‚মিকা নিয়ে সাতক্ষীরায় কর্মশালা

By daily satkhira

June 12, 2024

নিজস্ব প্রতিনিধি : টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জন এবং নৈতিক শিক্ষার প্রসারে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম শীর্ষক প্রকল্পের ভ‚মিকা নিয়ে সাতক্ষীরায় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১০ টায় সাতক্ষীরা তুফান কনভেনশন সেন্টার এন্ড রিসোর্টে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মাদ হুমায়ুন কবির।

অতিরিক্ত জেলা প্রশাসক মঈনুল ইসলাম মঈনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সজিব খান, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি শ্যামল সরকার, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি বিশ^জিৎ সাধু, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র ঘোষ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন, মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম শীর্ষক প্রকল্প খুলনার সহকারী পরিচালক প্রিয়াংকা শিকদার।

কর্মশালায় টেকসই উন্নয়ন অভীষ্ট অজর্নে নৈতিক শিক্ষার প্রসারে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমকে এগিয়ে নিতে বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়। ###