সাতক্ষীরা

সাতক্ষীরায় উপজেলাকে ভুমিহীনমুক্ত ঘোষনায় জেলা নদী বন ও পরিবেশ রক্ষা কমিটির তীব্র নিন্দা

By daily satkhira

June 14, 2024

সাতক্ষীরা সদর উপজেলাকে ভুমিহীন মুক্ত ঘোষনা করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন জেলা নদী বন ও পরিবেশ রক্ষা কমিটির নেতৃবৃন্দ।সদর উপজেলাকে ভুমিহীন মুক্ত ঘোষনা করায় বৃহস্পতিবার একপত্রে প্রেসবিজ্ঞপ্তিতে জেলা নদী বন ও পরিবেশ রক্ষা কমিটির নেতৃবৃন্দ পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন জেলা নদী বন ও পরিবেশ রক্ষা কমিটির সভাপতি আদিত্য মল্লিক, সাধারণ সম্পাদক মফিজুর রহমান, সহ সভাপতি শেখ শওকত আলী, সংবাদকর্মী সেলিম হোসেন, সাংগঠনিক সম্পাদক শেখ ফারুক হোসেন, জেলা ভুমিহীন সমিতির সভাপতি কওছার আলী ও সাধারণ সম্পাদক আব্দুস সামাদসহ জেলা নদী বন ও পরিবেশ রক্ষা কমিটি এবং জেলা ভুমিহীন সমিতির নেতৃবৃন্দ। জেলা নদী বন ও পরিবেশ রক্ষা কমিটির সভাপতি আদিত্য মল্লিক, সাধারণ সম্পাদক মফিজুর রহমানের স্বাক্ষরে এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাতক্ষীরা সদর উপজেলার বিভিন্ন এলাকায় বস্তিতে, রাস্তা ও নদী খালের ধারে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে অনেক ভুমিহীন। তাদের কোনো ঘর ও জমি নেই। তাদের নুন আনদে পানতা ফুরায় যায়। তাদের ঘর ও জমি ক্রয়ের সমর্থন নেই। তাদের ঘর ও জমি না থাকায় তারা পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করে আসছে। এখনো বিভিন্ন এলাকায় অনেক ভুমিহীন পরিবার ঘর ও জমি পায়নি। অথচ সাতক্ষীরা জেলা ও উপজেলা প্রশাসন ভমিহীন মুক্ত ঘোষণা করছেন। এছাড়াও ৫ম পর্যায়ে সদরের ভুমিহীনদের নামে যে সব ঘর দেওয়া হয়েছে প্রকৃত ভুমিহীনরা পাইনি। ভুমি অফিসের কর্মকর্তাদের অর্থের লেনদেনের মাধ্যমে স্বাবলম্বী মানুষেরাই পেয়েছে ঘর। তারা আরো উল্লেখ করেছেন প্রতিটি ভুমিহীনদের ঘর নিশ্চিত না করে এধরনের ঘোষনা করায় জেলা নদী বন ও পরিবেশ রক্ষা কমিটি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে এখনো ঘর ও জমি থেকে বঞ্চিত ভুমিহীনদের পুনঃ বাসন করার দাবি জানান নেতৃবৃন্দ। আর তাই না হলে ভুমিহীনদের পুনঃ বাসনের জন্য প্রয়োজনে রাজপথে আন্দোলন করা হবে। প্রেস বিজ্ঞপ্তি ###