ভ্রাম্যমাণ প্রতিনিধি, কালিগঞ্জ : কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আলোচনা সভা ও ইফতার মাহফিল গতকাল শনিবার বিকেলে উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধকালীন কমান্ডার আলহাজ্জ্ব শেখ ওয়াহেদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা-৩ আসনের এমপি সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক। তিনি বলেন, আমাদের প্রিয় নেত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নে নিরলসভাবে কাজ করছেন। বিদ্যুৎ, যোগাযোগ, স্বাস্থ্যখাতসহ সকল ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হচ্ছে। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগকে ক্ষমতায় নিয়ে আসতে হবে। আগামী নির্বাচনে জয়লাভের জন্য সকল দ্বিধা-দ্বন্দ্ব ও বিভেদ ভুলে একসাথে কাজ করার জন্য তিনি সকল নেতা-কর্মীর প্রতি আহবান জানান। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্জ্ব নজরুল ইসলাম। উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নাজমুল আহছানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা-৪ আসনের এমপি ত্রাণ ও দূর্যোগ মন্ত্রণালয় সংক্তান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য স,ম জগলুল হায়দার, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক ও জগন্নাথ বিশ^বিদ্যালয়ের প্রভাষক কাজী ফারুক হোসেন প্রমুখ। উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক ও রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক শেখ ইকবাল আলম বাবলুর সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে সন্মনিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ লস্কর জায়াদুল হক, জেলা পরিষদ সদস্য এসএম আসাদুর রহমান সেলিম, জেলা পরিষদ সদস্য নুরুজ্জামান জামু, বাংলাদেশ আওয়ামী যুবলীগ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি আব্দুল মান্নান, শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান গাজী আনিছুজ্জামান আনিচ, কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্জ্ব খান আসাদুর রহমান, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কালিগঞ্জ ইউনিটের ডেপুটি কমান্ডার আব্দুল হাকিম, সহকারী কমান্ডার শাহাদাত হোসেন, বীর মুক্তিযোদ্ধা খান আহছানউল্যাহ, উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান প্রমুখ। এসময় বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সহযোগী অংগ সংগঠনের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সূধীবৃন্দ উপস্থিত ছিলেন। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন থানা মসজিদের খতিব মাওলানা আশরাফুল ইসলাম।