সাতক্ষীরা

বুড়িগোয়ালিনীতে রিমালে ক্ষতিগ্রস্ত ৬৪ পরিবার পেল প্রেরণার নগদ অর্থ

By daily satkhira

June 24, 2024

শ্যামনগর প্রতিনিধি : সাতক্ষীরার শ্যামনগরে ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করেছে প্রেরণা নারী উন্নয়ন সংগঠন।

সোমবার (২৪ জুন) বিকাল চারটায় শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদ চত্বরে ক্ষতিগ্রস্থ ৬৪টি পরিবারের মাঝে পরিবার প্রতি ৬ হাজার টাকা হারে মোট ৩ লাখ ৮৪ হাজার টাকা বিতরণ করা হয়।

বেসরকারি উন্নয়ন সংস্থা প্রেরণা নারী উন্নয়ন সংগঠনের বাস্তবায়নে ক্রিশ্চিয়ান এইড ও স্টার্ট ফান্ড বাংলাদেশের আর্থিক সহযোগিতায় নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শ্যামনগর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস খালেদা আইয়ুব ডলি।

এসময় বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী নজরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রেরনা নারী উন্নয়ন সংগঠনের নির্বাহী পরিচালক শম্পা গোস্বামী, প্রেরনা নারী উন্নয়ন সংগঠনের সভাপতি ইলা দেবি মল্লিক, সহ-সম্পাদক কনিকা সরকার, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জী প্রমূখ।

নগদ অর্থ পেয়ে ক্ষতিগ্রস্ত কৃষক আইজুল সরদার বলেন, ‘ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হওয়ার পরে কেউ কোনো খোঁজ রাখেনি আমাদের। ঝড়ে ক্ষতিগ্রস্ত আজ নগদ অর্থ পেলাম। এই টাকা দিয়ে ভেঙে যাওয়া ঘর মেরামত করবো। প্রেরনা সংগঠনকে ধন্যবাদ জানাই।’

সাহায্য নিতে আসা আরেক সুবিধাভোগী হামিদ শেখ বলেন, ‘ঘূর্ণিঝড়ে আমার ঘরের টিন উড়ে গেছে। প্রেরণা সংগঠন নগদ ৬ হাজার টাকা দিয়ে পাশে দাঁড়িয়েছেন। আশাকরি এবার ঘর ঠিক করতে পারবো।’