নিজস্ব প্রতিবেদক : আঞ্জুমান মুফিদুল ইসলাম সাতক্ষীরা’র উদ্যোগে ফ্রি স্বাস্থ্য সেবা ক্যাম্প উদ্বোধন ও অসহায় দুস্থদের মাঝে সেমাই চিনি বিতরণ করা হয়েছে। শনিবার সকালে আঞ্জুমান মুফিদুল ইসলামমের মুনজিতপুরস্থ নিজস্ব কার্যালয়ে এ স্বাস্থ্য সেবা ক্যাম্পের উদ্বোধন ও সেমাই চিনি বিতরণ করা হয়। আঞ্জুমান মুফিদুল ইসলাম সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক প্রফেসর খায়রুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এ ক্যাম্পের উদ্বোধন করেন আঞ্জুমান মুফিদুল ইসলাম সাতক্ষীরার সভাপতি ও জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন। এসময় ১০০ জন অসহায় দুস্থ পরিবারের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সেমাই চিনি বিতরণ করা হয় এবং ডা. মো. মনিরুজ্জামানের তত্বাবধানে ফ্রি চিকিৎসা সেবা করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. নজরুল ইসলাম, সাতক্ষীরা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর লিয়াকত পারভেজ, পৌর কাউন্সিলর শেখ শফিক উদ দৌলা সাগর, ডা. ফাহমিদা জামান, আব্দুল খালেক, রফিউদ্দিন, এম.এম মজনু, আব্দুর রহমান প্রমুখ।