সাতক্ষীরা

সাতক্ষীরায় অনলাইন জুয়াচক্রের ১০ সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ

By daily satkhira

June 29, 2024

নিজস্ব প্রতিনিধি: অনলাইন জুয়ার মাধ্যমে অর্থ উপার্যানের প্রলোভন দেখিয়ে অবৈধভাবে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে সাতক্ষীরা থেকে অনলাইন জুয়াচক্রের ১০সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গোপন সংবাদ ও বিভিন্ন গোয়েন্দা তৎপরতার মাধ্যমে সাতক্ষীরার শ্যামনগর, আশাশুনি, দেবহাটা ও তালা উপজেলার বিভিন্ন এলাকায় শুক্রবার দিনভর অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়৷ এসময় তাদের কাছ থেকে ১৬টি স্মার্টফোন জব্দ করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক তারেক ফয়সাল বিন ইবনে আজিজ জানান, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র অনলাইনে অবৈধ ঘোষিত জুয়ার সাইট পরিচালনা করে আসছিল। যেটা অনলাইন মনিটরিং এবং গোপন সংবাদের মাধ্যমে জেলা পুলিশের নজরে আসে। একপর্যায়ে গোয়েন্দা তৎপড়তার মাধ্যমে শুক্রবার দিনভর জেলার শ্যামনগর, আশাশুনি, দেবহাটা ও তালা উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়৷

এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে একটি মামলা দ্বায়ের করা হয়েছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।