সাতক্ষীরা

সাতক্ষীরা সারকারি কলেজ বিভিন্ন শিক্ষকদের ১০ দিন ব্যাপী বেসিক আইসিটি প্রশিক্ষণ কোর্স সম্পন্ন

By daily satkhira

July 05, 2024

প্রেস বিজ্ঞপ্তি : শিক্ষা মন্ত্রণালয়ের কলেজ এডুকেশন ডেভেলপমেন্ট প্রজেক্ট এর আওতায় সাতক্ষীরা সরকারি কলেজে সাতক্ষীরার বিভিন্ন কলেজের শিক্ষকদের নিয়ে ১০ দিন ব্যাপী বেসিক আইসিটি প্রশিক্ষণ কোর্স এর সমাপনী এবং সনদপত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার সকাল ১০ টায় সাতক্ষীরা সরকারি কলেজের শিক্ষক মিলনায়তনে উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আমানুল্লাহ আল হাদী। প্রধান অতিথি ছিলেন সিইডিপি’র প্রকল্প পরিচালক অতিরিক্ত সচিব মোহাম্মদ খালিদ রহিম। বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু, কলারোয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এস এম আনারুজ্জামান।

অনলাইনে বক্তব্য রাখেন কলেজ এডুকেশন ডেভেলপমেন্ট প্রজেক্ট এর সিনিয়র প্রোগ্রাম অফিসার প্লানিং প্রোফেসর ড. একেএম খলিলুর রহমান, প্রোগ্রাম অফিসার আব্দুস সালাম। কোর্স পরিচালনা করেন সাতক্ষীরা সরকারি কলেজের রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক কাজী আসাদুল ইসলাম চপল এবং আইসিটি বিভাগের প্রভাষক দেবাশীষ দাশ। অনুষ্ঠান সহকারী অধ্যাপক ওলিউল রহমান।

জাতীয় বিশ্ববিদ্যালয়, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, বিশ্ব ব্যাংক, কলেজ এডুকেশন ডেভেলপমেন্ট প্রজেক্ট, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এর যৌথ আয়োজনে সাতক্ষীরা সরকারি কলেজের ব্যবস্থাপনায় গত ২৫ জুন কোর্সটি শুরু হয়। কোর্সে সাতক্ষীরা জেলার বিভিন্ন কলেজের ৩০ জন শিক্ষক অংশগ্রহণ করেন।