সাতক্ষীরা

সাতক্ষীরা মেডিকেলে প্রথম ‘স্পন্ডাইলোলিস্থেসিস’ অস্ত্রপাচার

By daily satkhira

July 09, 2024

প্রেস বিজ্ঞপ্তি :

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে প্রথমবারের মতো মেরুদণ্ডের স্পন্ডাইলোলিস্থেসিস (মেরুদণ্ডের হাড়ের স্থানচ্যুতি হয়ে পা অবশ হয়ে যাওয়া) অস্ত্রপাচার সম্পন্ন হয়েছে।

সহকারী অধ্যাপক (স্পাইন সার্জারি) ডা. মাহমুদুল হাসান পলাশের নেতৃত্বে একটি দল অস্ত্রপাচারটি করেছেন। অ্যানেস্থেসিয়ায় ছিলেন ডা. আশরাফুল আলম রনি। সোমবার (৮ জুলাই) প্রায় পাঁচ ঘণ্টা ধরে চলে এই অস্ত্রপাচারটি।

দীর্ঘদিন ধরে হাসপাতালটিতে একটি স্বতন্ত্র স্পাইন ইউনিট চালুর দাবি জানিয়ে আসছেন সংশ্লিষ্টরা। তাদের ভাষ্য, স্বতন্ত্র স্পাইন ইউনিট হলে প্রান্তিক অঞ্চলের মানুষ মেরুদণ্ডের জটিল এবং ব্যয়বহুল চিকিৎসা স্বল্প খরচে করাতে পারবেন।

এ বিষয়ে ডা. মাহমুদুল হাসান পলাশ জানান, আর্থিকভাবে অস্বচ্ছল রোগীরাও যাতে স্পাইন সার্জারির মতো ব্যয়বহুল চিকিৎসা পায়, সেজন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্বতন্ত্র স্পাইন ইউনিট প্রতিষ্ঠা করতে চাই।

তিনি জানান, ‘স্বতন্ত্র ইউনিট ছাড়া লোকবল, যন্ত্রপাতি, অপারেশন থিয়েটার, অপারেশনের সিডিউল পাওয়া কষ্টকর ব্যাপার। স্পাইন সার্জারি ইউনিট ছাড়া স্পাইন বিভাগ চালু করা যাচ্ছে না। বহিঃবিভাগ চালু না করলে রোগী হাসপাতালে ঢুকবে কী করে!’

এদিকে সরকারি হাসপাতালে এমন ব্যয়বহুল চিকিৎসা স্বল্প খরচে করাতে পেরে কৃতজ্ঞতা জানিয়েছেন রোগীর স্বজনরা।

রোগীর স্বজন ডা. আজমল হোসেন জানান, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালেই আমার চাচীর চিকিৎসা করাতে পেরেছি। এতে একদিকে যেমন ব্যয় কম হয়েছে, অন্যদিকে ভোগান্তিও কমেছে।