সাতক্ষীরা

কেমিস্টস্ এন্ড ড্রাগীস্টস্ সমিতি সাতক্ষীরা জেলা শাখার নতুন কার্যকরী কমিটির দায়িত্ব গ্রহণ

By daily satkhira

July 10, 2024

প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগীস্টস্ সমিতি সাতক্ষীরা জেলা শাখার নতুন কার্যকরী কমিটির দায়িত্ব গ্রহণ এবং প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১১ টায় সাতক্ষীরার বিসিডিএস ভবনে অনুষ্ঠিত সভার সভাপতিত্ব করেন নবগঠিত জেলা কমিটির সভাপতি এবং কেন্দ্রীয় কমিটির পরিচালক আলহাজ্ব মোঃ দ্বীন আলী। এ সময় উপস্থিত ছিলেন নবগঠিত জেলা কমিটির সিনিয়র সহ সভাপতি শেখ আমিনুল ইসলাম, সহ-সভাপতি মনিরুল ইসলাম, সদস্য জালাল উদ্দিন, আবু আহসান রেজা, রোস্তম আলী, শেখ রফিকুর রহমান, আবু হোসেন বিশ্বাস, মিজানুর রহমান, দবির উদ্দীন, কাজী শামছুর রহমান,

এস এম মনিরুল ইসলাম, সিদ্দিকুর রহমান, স্বপন কুমার সরকার, ফিরোজ আহমেদ প্রমুখ। উল্লেখ্য সমিতির সাতক্ষীরা জেলা শাখার বিগত আহবায়ক কমিটিকে বিলুপ্ত ঘোষণা করে গত সাত জুলাই কেন্দ্রীয় সভাপতি মোঃ শাহ্জালাল সাতক্ষীরা জেলার ১৭ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করেন। উক্ত কমিটির প্রথম সভায় জেলার সকল ঔষধের দোকানে শীততাপ নিয়ন্ত্রণের ব্যবস্থা গ্রহণের উদ্যোগ গ্রহণ, লাইসেন্স ব্যতীত দোকান পরিচালনা বন্ধসহ বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়।