লাইফস্টাইল

ঈদের দিন আবহাওয়া যেমন থাকবে

By Daily Satkhira

June 25, 2017

আবহাওয়া অধিদফতরের হিসাব অনুযায়ী আজ রোববার (২৫ জুন) পবিত্র ঈদুল ফিতরের চাঁদ দেখা যেতে পারে। সে হিসেবে ২৬ জুন সোমবার রাজধানীসহ সারাদেশে ঈদ উদযাপিত হবে।

যদি তাই হয় তবে ঈদের দিন (সোমবার) আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে শনিবার বঙ্গোপসাগরে একটি নিম্নচাপের উৎপত্তি হওয়ায় ঈদের দিন উপকূলীয় অঞ্চলে বেশ বৃষ্টিপাত এবং রাজধানী ঢাকায় সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে নিম্নচাপটি কেটে গেলে আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

আবহাওয়া অধিদফতরের হিসেব মতে গত ৩০ বছরে ২৬ জুন দিনটিতে ১৮দিন বৃষ্টি হয়েছে এবং ১২দিন বৃষ্টি হয়নি। সে হিসেবে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।