ফিচার

ঘোলা পানিতে মাছ শিকার করতে দেওয়া হবে না– সাতক্ষীরা পুলিশ সুপার

By daily satkhira

July 17, 2024

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা পুলিশ সুপার মতিউর রহমান সিদ্দিকী বলেছেন, গণতান্ত্রিক দেশে সকলেই মত প্রকাশ করতে পারবে। মত প্রকাশের স্বাধীনতা সকলের রয়েছে। তবে এ বিষয়টিকে ইস্যু করে ঘোলা পানিতে মাছ শিকার করতে দেওয়া হবে না। আইনের দায়বদ্ধতা থেকে কাজ করতে চাই। কেউ যদি এমনটি করতে চাই তাহলে পুলিশ আইনের প্রয়োগ করবে।

বুধবার দুপুরে সাতক্ষীরা জেলা পুলিশের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

মিডিয়ায় গুজব প্রচার না করার অনুরোধ জানিয়ে তিনি আরো বলেন, প্রকৃত ঘটনাটি প্রচার করুন। কারো পক্ষ গ্রহণ করবেন না। এই ইস্যুতে যাতে সাতক্ষীরায় কোন ধরনের হতাহতের ঘটনা না ঘটে সে বিষয়টি মাথায় রেখেই কাজ করছি। আমাদের সহযোগিতা পেলে সেটি সহজ হবে।

এসময়, দৈনিক কালের চিত্রের সম্পাদক আবু আহমেদ, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যান ব্যানার্জি, সময় টেলিভিশনের সাতক্ষীরা প্রতিনিধি মমতাজ আহমেদ বাপি, ইন্ডিপেনডেন্টস টেলিভিশনের সাতক্ষীরা প্রতিনিধি আবুল কাশেম, দীপ্ত টিভির রঘুনাথ খাঁ, মোহনা টিভি’র আব্দুল জলিল, বাংলা ভিশনের আসাদুজ্জামান, ডিবিসি’র এম. বেলাল হোসাইন, একাত্তর টিভির বরুন ব্যনাজি, যমুনা টিভি’র আকরামুল ইসলাম,খন্দকার আনিসুর রহমানসহ অন্যরা।##