সাতক্ষীরা

সাতক্ষীরায় শহিদ জায়েদার ২৬তম শাহাদাত বার্ষিকী ও স্মরণসভা

By daily satkhira

July 27, 2024

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার ভূমিহীন আন্দোলনের শহিদ জায়েদার ২৬তম শাহাদাত বার্ষিকী এবং প্রয়াত নেতাদের স্মরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ জুলাই)বেলা ১১টায় সাতক্ষীরা বিসিডিএস মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতি মোঃ কওছার আলী।প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা -১ (তালা-কলারোয়া) সংসদ সদস্য মোঃ ফিরোজ আহমেদ স্বপন, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি দৈনিক কালের চিত্রের সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহম্মেদ, জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য সম্পাদক শেখ এজাজ আহমেদ স্বপন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আকতার হোসেন, সাংবাদিক রঘুনাথ খাঁ, দেবহাটা, কালিগঞ্জ ভূমিহীন উচ্ছেদ, প্রতিরোধ, সংগ্রাম ও সমন্বয় কমিটি আহবায়ক আলহাজ্ব মোঃ ওহাব আলী সরদার, আইনী সহায়তা কেন্দ্রও আসক ফাউন্ডেশন, সাতক্ষীরা জেলা কমরেত সভাপতি মোঃ গোলাম রসুল (রাসেল) নদী-বন ও পরিবেশ রক্ষা কমিটি, সাতক্ষীরা জেলা সভাপতি আদিত্য মল্লিক, দেবহাটার ভূমিহীন নেতা বাইজিদ হোসেন, কালিগঞ্জের আব্দুর রহিম, শহিদ জায়েদানগরের সিরাজুল ইসলাম, এবাদুল ইসলাম, শওকত আলী সরদার, ভবোতোষ কুমার বৈদ্য প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতি মোঃ কওছার আলী। পরিচালনা করেন সাতক্ষীরা জেলা সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতি সাধারণ সম্পাদক, মোঃ আব্দুস সামাদ।

অনুষ্ঠানের প্রধান অতিথি মো. নজরুল ইসলাম বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে দেশকে স্বাধীন করেছিলেন বলে তিনি অবিসংবাদিত নেতা। শহিদ জায়েদা বুকের তাজা রক্তদিয়ে ভূমিহীনদের অধিকার আদায়ের চেষ্টা করেছিলেন বলে আন্দোলন তরান্বিত হয়েছিল। এই আন্দোলন সারা দেশে আলোড়ন সৃষ্টি করেছিল। এই ধরনের কোন আন্দোলনে সারা বাংলাদেশকে এইভাবে আন্দোলিত করেছে কি না আমার জানা নেই। ভূমিহীন বান্ধব বর্তমান সরকার সারাদেশে ভূমিহীনদের জন্য ভূমির ব্যবস্থা করেছেন। গৃহহীনদের জন্য গৃহের ব্যবস্থা করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন এদেশে কেউ ভূমিহীন এবং গৃহহীন থাকবে না। বর্তমান সরকার সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে। সাতক্ষীরা গৃহহীনদের জন্য গৃহের ব্যবস্থা অল্প কিছু বাকি আছে, সেটাও সমন্বয় করে দ্রুত ব্যবস্থা গ্রহণ করবো।তিনি দেবহাটা-কালিগঞ্জের ভূমিহীন জনপদের বিভিন্ন সমস্যা সমাধানের আশ্বাস দেন এবং স্থানীয় মসজিদের উন্নয়নকল্পে ২ লাখ টাকা প্রদানের ঘোষণা দেন।