প্রেস বিজঞপ্তি সাতক্ষীরায় ১৩ লক্ষ ৫২ হাজার টাকা মূল্যের রূপার গহনা উদ্ধার করেছে বিজিবি। ১৩ আগস্ট সন্ধ্যায় মাদরা সীমান্ত এলাকা থেকে ৯ কেজি ২শ গ্রাম ভারতীয় রুপার গহনা আটক করে।
৩৩ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আশরাফুল হক জানান, গোপন সংবাদ প্রাপ্তির পর মাদরা কোম্পানী কমান্ডার সুবেদার কাজী বদরুল আলম এর নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল বর্ণিত এলাকায় কৌশলে অবস্থান গ্রহণ করে। এ সময় চোরাকারবারীরা বর্ণিত এলাকায় আগমনের পর বিজিবি’র টহল দলের উপস্থিতি বুঝতে পেয়ে রুপার ব্যাগ ফেলে দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে আভিযানিক দল চোরাকারবারীর ফেলে যাওয়া ব্যাগ তল্লাশী করে স্কচটেপ দ্বারা মোড়ানো অবস্থায় ০৯ কেজি ২০০ গ্রাম ভারতীয় রুপার গহনা উদ্ধার করে। উদ্ধারকৃত রুপার গহনার ওজন ০৯ কেজি ২০০ গ্রাম। যার আনুমানিক মূল্য ১৩ লক্ষ ৫২হাজার ৪শ টাকা। হাজার চারশত) টাকা। এ ব্যাপারে কলারোয়া থানায় জিডি (সাধারন ডায়েরী) করে কোর্ট আদেশ গ্রহণ করতঃ উদ্ধারকৃত রুপার গহনা সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।