নিজস্ব প্রতিনিধি : জাতপাত পেশাভিত্তিক বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ি শ্লোগানে সাতক্ষীরায় দলিত জনগোষ্ঠির দক্ষতা উন্নয়ন বিষয়ক ২ দিন ব্যাপি প্রশিক্ষনের উদ্বোধন করা হয়েছে। রোববার অগ্রগতির সংস্থার কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণের উদ্বোধন করেন যুব উন্নয়ন অধিদপ্তর সাতক্ষীরার উপ-পরিচালক সঞ্জিত কুমার দাশ। দলিত সংস্থার নির্বাহী পরিচালক স্বপন কুমার দাশ।
ইসলামিক রিলিফ সুইডেন এর সহযোগিতায় দলিতের বাস্তবায়নে প্রশিক্ষণে উপস্থিত ছিলেন, দলিত সংস্থার হেড অব প্রোগ্রাম উত্তম কুমার দাশ, টেকনিক্যাল অফিসার হোসনেয়ারা, মিডার নির্বাহী দুলাল দাশসহ অন্যরা। এসময় বক্তারা পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে দক্ষ হতে হবে। নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হতে হবে। অধিকার আদায়ে সকল এগিয়ে আসতে হবে। আর এর জন্য প্রয়োজন নিজেদের দক্ষতা বৃদ্ধি করা।