তালা

তালায় এক গ্রাম ডাক্তারের লাশ উদ্ধার

By daily satkhira

August 20, 2024

তালা প্রতিনিধি : সাতক্ষীরার তালায় হাসানুর সরদার (৩০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে সেনাবাহিনী। সে উপজেলার নগরঘাটা গ্রামের অজিয়ার সরদারের ছেলে হাসানুর সরদার।

মঙ্গলবার (২০ আগস্ট) ভোরে তালা উপজেলার ত্রিশ মাইল এলাকা থেকে এই লাশ উদ্ধার করা হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাজিব সরদার জানান, মঙ্গলবার সকালে উপজেলার ত্রিশ মাইল এলাকা থেকে সেনাবাহিনী হাসানুরের লাশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেখে যায়। লাশ ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।

৩৭ পদাতিক ডিভিশনের তালা ক‍্যাম্প কমান্ডার মেজর কামরুল ইসলাম জানান, আমরা টহলরত আবস্থায় উপজেলার ত্রিশমাইল এলাকায় লাশটি পাই। পরে তালা হাসপাতালে ডাক্তার রাজিব সরদারের নিকট হস্তান্তর করি। তদন্ত চলছে এর আসল রহস্য উদঘাটনের জন্য।