ফিচার

সাতক্ষীরায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ও আহত পরিবারের মাঝে বিজিবির নগদ অর্থ সহায়তা

By daily satkhira

August 25, 2024

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ও আহত তিন পরিবারের মাঝে ৩৩ বিজিবির পক্ষ থেকে নগদ অর্থ ও সহায়তা প্রদান করা হয়েছে।

রোববার সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে বিজিবি ৩৩ ব্যাটালিয়নের আয়োজনে এই নগদ সহায়তা প্রদান করা হয়। ২৫ আগস্ট ২০২৪ তারিখ সাতক্ষীরা ব্যাটালিয়ন এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ঢাকায় নিহত সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার মাহমুদ আলম এর পুত্র নিহত মৃত আসিফ হোসেন, এবং সাতক্ষীরায় আন্দোলনকালীন সময়ে আহত আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের আমজাদ আলী সরদারের পুত্র মোঃ আমান উল্লাহ, সাতক্ষীরা সদরের পাঁচরকি এলাকার আব্দুল খালেক সরদারের পুত্র জিল্লুর রহমানকে নগদ অর্থ সহায়তা প্রদান করেন।

এ সময় নিহত ও আহত দের পরিবারের সদস্যরা দ্রুত দোষীদের বিচারের আওতায় এনে শাস্তি দাবি করেন। সহায়তা প্রধানকালে আর উপস্থিত ছিলেন, জেলা ছাত্র আন্দোলনের সমন্বয়ক স্থানীয় রাজনৈতিক বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।