আশাশুনি

আশাশুনিতে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল বৈঠক

By daily satkhira

September 03, 2024

আশাশুনি ব‍্যুরো: আশাশুনিতে জামায়াতে ইসলামীর উপজেলা যুব বিভাগের মাসিক দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় যুব বিভাগের অস্থায়ী কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

উপজেলা সভাপতি ডাক্তার রোকনুজ্জামান এর সভাপতিত্বে বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন-যুব বিভাগের প্রধান উপদেষ্টা সাবেক ভাইস প্রিন্সিপাল অধ্যাপক আব্দুর সবুর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার, সেক্রেটারী মাওলানা মোশারফ হোসেন, অফিস সেক্রেটারী মাওলানা রুহুল কুদ্দুস প্রমুখ।

যুব বিভাগের উপজেলা সেক্রেটারি আজহারুল ইসলামের পরিচালনায় বৈঠকে আগামী ১৩ সেপ্টেম্বর শুক্রবার উপজেলা যুব সমাবেশ করার সিদ্ধান্ত গৃহীত হয়। সমাবেশে এগারো ইউনিয়নের সভাপতি সেক্রেটারি সহ সকল কর্মী সমার্থক ও সদস্যদের কে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।