ফিচার

ভোমরা স্থলবন্দর দিয়ে সকল পণ্য আমদানির অনুমোদনে আনন্দ মিছিল

By daily satkhira

September 04, 2024

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে সকল পণ্য আমদানির অনুমোদন দেওয়ায় আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার ভোমরা কাস্টমস সিএ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের আয়োজনে আনন্দ মিছিলটি বের হয়ে জিরো পয়েন্টে গিয়ে সমাবেশে মিলিত হয়।

অনুষ্ঠিত সমাবেশ বক্তব্য রাখেন, ভোমরা সিএ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশন আহবায়ক হাবিবুর রহমান হবি, সদস্য অহিদুল ইসলাম, রাইসুল হক টুটু, ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের লুৎফর রহমান মন্টু, কর্মচারি অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক হাদিউজ্জামান বাদশাহ, আমদানি ও রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সদস্য আসাদুল ইসলাম প্রমুখ। পরে নেতৃবৃন্দ ভারতের ঘোজাডাঙ্গা সিএ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

এসময় বক্তারা ভোমরা স্থলবন্দর দিয়ে গুঁড়া দুধ ব্যতীত অন্যান্য সকল পণ্য আমদানির গেজেট প্রকাশ করায় অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, নৌ পরিবহন উপদেষ্টা ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।