ফিচার

সাতক্ষীরা সদরের বাবুলিয়া সেবা সংসদের আয়োজনে বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন

By daily satkhira

September 05, 2024

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সদরের বাবুলিয়া সেবা সংসদের আয়োজনে বৃক্ষ রোপন কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।

গতকাল সকালে সাতক্ষীরা বাইপাস সড়কের শুকর আলীর ইটের ভাটা হতে বকচরার মধ্যপাড়া গামী রাস্তার দুপাশে তাল বীজ রোপণের মাধ্যমে বৃক্ষ রোপন অভিযান ২০২৪ এর শুভ উদ্বোধন করেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে সেবা সংসদের সভাপতি এস এম কাওছারের সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা সামাজিক বনায়ন অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা জি এম মারুফ বিল্লাহ, তালা, কলারোয়া উপজেলার সামাজিক বনায়ন বিভাগের কর্মকর্তা মোহাম্মদ ইউনুস আলী, সেবা সংসদেও সেক্রেটারি অধ্যাপক রজব আলী,

সেবা সংসদের উপদেষ্টা, অ্যাডভোকেট সিরাজুল ইসলাম (৩); শিক্ষক (অব), মাওলানা ইমান আলী ; মাস্টার রমেশচন্দ্র ঘোষ ; ব্যাংকার রোটারিয়ান মাগফুর রহমান; রং তুলি এ্যাডের স্বত্বাধিকারী মোঃ মুহিবুল্লাহ ; সেবা সংসদের সদস্য মেহেদী হাসান, ইমরান হোসাইন, আশিক মাহমুদ, মোহাম্মদ বান্না সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তাল বীজ রোপণ ছাড়াও বিভিন্ন জাতীয় ফলদ ও বনজ বৃক্ষ বিনামূল্য বিতরণের কর্মসূচি গ্রহণ করেছে স্বেচ্ছাসেবী এই সংগঠনটি।

আম,কাঠাল, জাম, জামরুল,লিচু,লেবু, অসফল, বেদনা, ডেওয়া,আতা,নোনা ইত্যাদি ফলগাছ বিতরণ করা হয়। এছাড়াও মেহগনি, জারুল সহ বিভিন্ন ধরনের কাষ্ঠল বৃক্ষ বিনামূল্য বিতরণ অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

উল্লেখ্য,২০২৩ সালে সেবা সংসদ ৬০০০ তালের বীজ এবং ৪০০০ সাধারণ বৃক্ষ সহ মোট ১০ হাজার বৃক্ষ রোপনের কর্মসূচি পালন করে। ২০১৬ সাল থেকে সংগঠনটি স্থানীয় ভাবে নীজদের উদ্যাগে বিভিন্ন সেবা মূলক কার্যক্রম অব্যাহত রেখেছে।##