ফিচার

আশাশুনিতে বায়োগ্যাস প্লান্ট স্থাপন প্রকল্পের প্রশিক্ষনার্থীদের মাঝে সনদ ও ঋণের চেক বিতরণ

By daily satkhira

September 10, 2024

আশাশুনি ব‍্যুরো: আশাশুনিতে বায়োগ্যাস প্লান্ট স্থাপন প্রকল্পের ৪০ জন প্রশিক্ষনার্থীদের মাঝে প্রশিক্ষন উপকরণ, সনদপত্র ও ঋণের চেক বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সনদপত্র ও ঋণের চেক বিতরণ করা হয়। উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জীব কুমার দাশ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা যুব উন্নয়ন অধিদপ্তর অপু পরিচালক সঞ্জিত কুমার দাশ।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা কাজী সুবীর হাসান, কম্পিউটার অপারেটর মোঃ শওকত আলী, ক্যাশিয়ার মিল্টন দাশ, অফিস সহায়ক রকছেন আলীসহ প্রশিক্ষনার্থীরা উপস্থিত ছিলেন।