প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরা জেলার নবাগত পুলিশ সুপার, মোহাম্মদ মনিরুল ইসলামের সাথে মতবিনিময় করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার নের্তৃত্ববৃন্দ। গতকাল দুপুরে জেলা প্রশাসকের কার্যালের এ এই মতবিনিময় অনুষ্ঠিত হয়। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিত পাশাপাশি জননিরাপত্তা মূলক ব্যবস্থা নিয়ে পুলিশ প্রশাসনের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়।
এসময় পুলিশ প্রশাসনের পক্ষে সবাগত পুলিশ সুপার, মোহাম্মদ মনিরুল ইসলাম, পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সজীব খান, পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আমিনুর রহমান জামায়াত নেতাদের কথা গুরুত্ব সহকারে শ্রবন করেন। পুলিশের কার্যক্রম আরো গতিশিল করতে জামায়াত নেতাকর্মীদের পাশাপাশি সাতক্ষীরা বাসির সহযোগীতা কামনা করেন পুলিশ সুপার।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার আমীর মুহাদ্দিস রবিউল বাশার, জেলা নায়েবে আমীর অধ্যাপক শহিদুল ইসলাম মুকুল, শেখ নুরুল হুদা, জেলা সেক্রেটারী মাওলানা আজিজুর রহমান, সহকারী সেক্রটারী মাহবুবুর আলম, কর্মপিরষদ সদস্য জামশেদ আলম, শহর শিবিরের সভাপতি আল মামুন, জেলা শিবিরের সভাপতি ইমামুল হুসাইন, সাবেক চেয়ারম্যান শহিদ হাসান। এছাড়া মতবিনিময় করেন দৈনিক সংগ্রাম পত্রিকার সাতক্ষীরা জেলা সংবাদদাতা আবু সাইদ বিশ্বাস।