ফিচার

অসংক্রমক রোগ প্রতিরোধে কায়িক পরিশ্রম নিশ্চিতে উন্মুক্ত স্থানের বাজেট বরাদ্দ শীর্ষক সভা

By daily satkhira

September 24, 2024

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় অসংক্রমক রোগ প্রতিরোধে শরীর চর্চা ও কায়িক পরিশ্রম নিশ্চিতে খেলার মাঠ, পার্ক ও উন্মুক্ত স্থানের বাজেট বরাদ্দ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে স্থানীয় সরকার (ডিডিএলজি) এর কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনাসভায় সভাপতিত্ব করেন, জেলা নাগরিক উন্নয়ন সমন্বয় কমিটির সহ-সভাপতি মোজাম্মেল হক। প্রধান অতিথি ছিলেন, এনডিসি পলাশ আহম্মেদ।

সেন্টার ফর ল এন্ড পলিসি এ্যাফেয়ার্স (সি.এল.পি) এর আর্থিক সহযোগিতায় এবং মৌমাছি সংস্থার আয়োজনে আলোচনাসভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্যপরিষদের সাধারণ সম্পাদক স্বপন কুমার শীল, সাতক্ষীরা পৌরসভার ৯নং ওয়ার্ডের কাউন্সিলর সেখ শফিক উদ দৌলা সাগর, ডিবিসি নিউজ এর সাতক্ষীরা প্রতিনিধি এম. বেলাল হোসাইন, নাগরিক প্লাট ফোরামের সদস্য গুলশানারা, দৈনিক দৃষ্টিপাতের নিজস্ব প্রতিনিধি সুমনুজ্জামান, মৌমাছি সংস্থার নির্বাহী পরিচালক সুশান্ত মল্লিক। বক্তারা বলেন, দিন দিন খেলার মাঠ, উন্মুক স্থান হারিয়ে যাচ্ছে।

ফলে মানুষ ঘরকুনো হয়ে পড়ছে। এতে বিভিন্ন ধরনের অসংক্রমক রোগে আক্রান্ত হচ্ছে। এছাড়া শিশুরা খেলার জায়গা না পেয়ে মোবাইলে আসক্ত হয়ে পড়ছে। ফলে শিশু থেকে বৃদ্ধা সব সময়ী মানুষ মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির মধ্যে রয়েছে। আগামী প্রজন্মকে রক্ষার্থে এখনই খেলার মাঠ, উন্মুক্ত স্থানের বরাদ্দের জন্য পৌরসভা এবং জেলা প্রশাসনের কাছে দাবি জানান বক্তারা।