ফিচার

এসএসসি’৯১ সাতক্ষীরার আয়োজনে বন্যা দুর্গত বদ্দীপুরের৫০ পরিবারে মাঝে খাদ্য বিতরন

By daily satkhira

September 29, 2024

এসএসসি’৯১ সাতক্ষীরার আয়োজনে বন্যা দুর্গত এলাকা বদ্দীপুর কলোনীতে ৫০টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে।

রোববার এসএসসি’৯১ সাতক্ষীরার এডমিন মীর তাজুল ইসলাম রিপনসহ শেখ মাসুমবিল্লাহ শাহিন,সাইফুল ইসলাম লিটন,মাহবুবুর রহমান,ফারহাদিবা খান সাথী,আসাদুল ইসলাম,আমিনুল ইসলাম লেলিন উপস্থিত ছিলেন, এসএসসি’৯১ সাতক্ষীরা সবসময় মানবিক কাজ করে থাকে এবং মনবতার সেবায় করোনায় অক্সিজেন দেওয়া,

শীতার্তদের মাঝে কম্বল বিতরন,বান্যার্তদের মাঝে ত্রান বিতরন, ফেনি জেলায় বরন্যার্তদের মাঝে পুরাতন কাপড় বিতরন,চিকিৎসা সামগ্রী বিতরন ও মানব সেবায় আমরা সবসময় কাজ করে থাকি।। প্রেস বিজ্ঞপ্তি