ফিচার

সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাইস্কুলে “নতুন প্রজন্ম কেমন বাংলাদেশ চাই-শীর্ষক” সভা

By daily satkhira

October 02, 2024

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় স্মার্ট বিদ্যালয় ডি.বি ইউনাইটেড হাইস্কুলে “নতুন প্রজন্ম “কেমন বাংলাদেশ চাই- শীর্ষক” আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০২ অক্টোবর) সকালে স্মার্ট বিদ্যালয় ডি.বি ইউনাইটেড হাইস্কুলের মোহাম্মদ হোসেন মিলনায়তনে সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে ও বাংলাদেশ শিশু একাডেমী ও মহিলা বিষয়ক অধিদপ্তরের সহযোগিতায় এবং অগ্রগতি সংস্থার বাস্তবায়নে স্মার্ট বিদ্যালয় ডি.বি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক ও ‘মা’ ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. মমিনুর রহমান মুকুল’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. রিয়াজুল ইসলাম।

বিশেষ অতিথি বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালকের কার্যালয়ের প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা, সদর হাসপাতালের প্রোগ্রাম অফিসার আব্দুল হাই সিদ্দিকী, ডি.বি ইউনাইটেড হাইস্কুলের ম্যানেজিং কমিটির বিদ্যোৎসায়ী সদস্য বিশিষ্ট শিক্ষানুরাগী শেখ আব্দুল আহাদ, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সাকিব হোসেন বাবলা, জেলা শিশু একাডেমির লাইব্রেরীয়ান শেখ রফিকুল ইসলাম প্রমুখ। এসময় শিক্ষার্থীরা তাদের বক্তব্যে বলেন, “আমরা বৈষম্য মুক্ত বাংলাদেশ চায়। বাংলাদেশকে এগিয়ে নিতে দেশের সকল সেক্টরে বৈষম্যমুক্তকরণ করার আহবান জানান।”

এসময় উপস্থিত ছিলেন ডি.বি ইউনাইটেড হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক কঙ্কন কুমার দাস, বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোস্তাফিজুর রহমান, সুকুমার সরকার, আবুল হাসান, ফয়জুল হক বাবু, আকলিমা খাতুন, মহসীন উদ্দীন, রেহেনা পারভীন, রমেশ সরদার, জয়দেব বাছাড়, ভবতোষ সরকার, মিলন কবিরাজ, অনিমেষ সরকার, লুৎফুন্নেছা ডালিয়া, রামতনু মল্লিক ও আল-মামুন প্রমুখ। এসময় বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এসময় ডি.বি ইউনাইটেড হাইস্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন স্মার্ট বিদ্যালয় ডি.বি ইউনাইটেড হাইস্কুলের সহকারি শিক্ষক মো. মুকুল হোসেন।