নিজস্ব প্রতিনিধি : অন্তর্বর্তীকালিন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভ‚ঁইয়া বলেছেন, সাতক্ষীরায় যে সম্প্রদায়িক সম্প্রতি, যে সৌহার্দ্য আমি দেখেছি এবং দুর্গোৎসব সফল করার জন্য সকলেই যেভাবে কাজ করেছে এটি আমাকে অভিভ‚ত করেছে। শনিবার সন্ধ্যা ৭টায় সাতক্ষীরা সার্কিট হাউজে সাংবাদিকদের সাথে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, দুর্গোৎসব উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি দেখার জন্য এই সফর। এছাড়া শ্যামনগরের যশোরেশ^রী কালিমন্দিরে মুকুট চুরির ঘটনায় কর্তৃপক্ষকে দায়ী করে তিনি বলেন, দরজা খোলা ছিলো এবং কর্মীদের অবহেলার কারনে হয়েছে। ইতোমধ্যে ৪ জন গ্রেফতার হয়েছে। মূল আসামীকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
এসময় সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ, পুলিশ সুপার মনিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার সজিব খানসহ অন্যরা উপস্থিত ছিলেন।###