ফিচার

সাতক্ষীরায় দূর্যোগব্যবস্থাপনা কমিটির সভা : সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল

By daily satkhira

October 23, 2024

নিজস্ব প্রতিনিধি : ঝড় ডানা মোকাবেলায় সাতক্ষীরা জেলা দূর্যোগব্যবস্থাপনা কমিটির প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেল ৪টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরার জেলা প্রশাসক মোস্তাক আহম্মেদ।

সভায় ঘূর্ণিঝড় ডানার ক্ষয়ক্ষতি এড়াতে শুক্র ও শনিবার সাতক্ষীরার সকল দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করেছেন জেলা প্রশাসক। এছাড়া ৮৮৭টি সাইক্লোন শেল্টার প্রস্তুত রাখা হয়েছে এবং নগদ টাকা, শুখনা খাবার মজুদ রাখা হয়েছে।

প্রস্তুতি সভায় এসময় বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তা, প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে, বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ডানার প্রভাবে সাতক্ষীরায় বুধবার দুপুর থেকে থেমে থেমে মুষলধারে বৃষ্টি হচ্ছে। সাথে হালকা থেকে মাঝারি ঝড়োহাওয়া বয়ে যাচ্ছে। এছাড়াও এর প্রভাবে সাতক্ষীরার উপকূলীয় এলাকার নদীরগুলোতে জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে কিছুটা বৃদ্ধি পেয়েছে। তবে এখনও পর্যন্ত উপকূল রক্ষাকারি বেড়িবাঁধের কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ###