সাতক্ষীরায় মানবাধিকার সুরক্ষা কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রিসার্চ ইনিশিয়েটিভ বাংলাদেশ(রিইব) এর আয়োজনে মঙ্গলবার বিকালে সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতি ভবনে অনুষ্ঠিত আলোচনাসভায় সভাপতিত্ব করেন এড. আল মাহমুদ পলাশ।
প্রান্তি জনগোষ্ঠী বিশেষ করে নারী ও কিশোরীদের মানবাধিকার ও সামাজিক অংশগ্রহণ শক্তিশালী করন হোপ প্রকল্পের আওতায় সভায় বক্তব্য রাখেন, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এড. ওসমান গণি, এড. রফিকুল ইসলাম, এড. সিরাজুল ইসলাম, এড. আ ক ম সামসুদ্দোহা খোকন, রিসার্চ ইনিশিয়েটিভ বাংলাদেশ(রিইব)এর প্রকল্প সমন্বয়কারী বিকাশ বিশ^াস, জেলা সমন্বয়কারী রেহেনা পারভীন,ডিবিসি নিউজ এর সাতক্ষীরা প্রতিনিধি এম. বেলাল হোসাইন, দলিত পরিষদের সভাপতি গৌর পদ দাশসহ অন্যরা। বক্তারা বলেন, যেখানে অধিকার বঞ্চিত হবে সেখানেই আমরা কাজ করবো। মানুষের অধিকার আদায়ে আমরা পাশে থাকবো।
সভায় এড. আল মাহমুদ পলাশকে আহবায়ক এবং আসাদুজ্জামান লাভলুকে সদস্য সচিব করে ২৫ সদস্য বিশিষ্ট মানবাধিকার সুরক্ষা কমিটি গঠন করা হয়। ##