ফিচার

সাতক্ষীরায় প্রাণসায়ের খাল পরিষ্কার-পরিচ্ছন্ন ও উচ্ছেদ অভিযান উদ্বোধন

By daily satkhira

November 01, 2024

নিজস্ব প্রতিনিধি : যুব দিবস উপলক্ষে সাতক্ষীরায় প্রাণ সায়ের খাল পরিষ্কার-পরিচ্ছন্ন ও উচ্ছেদ অভিযান উদ্বোধন করা হয়েছে। সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার সকাল আটটায় শহরের সুলতানপুর বড় ব্রিজ থেকে প্রাণ সায়ের খাল পরিষ্কার-পরিচ্ছন্ন ও উচ্ছেদ অভিযান উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।

এসময় উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মাসরুবা ফেরদৌস, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মঈনুল ইসলাম মঈন, অতিরিক্ত পুলিশ সুপার আমিনুর রহমান,জেলা বিএনপির আহবায়ক সৈয়দ ইফতেখার,সাতক্ষীরা জেলা জামাতের আমীর মুহাদ্দিস আবুল বাশার,জেলা জামাতের সেক্রেটারি মাও আজিজুর রহমান,পুলিশিং কমিটির সভাপতি আবুল কালাম বাবলা,পানি উন্নয়ন বোর্ডের-১ এর প্রকৌশলী মো: সালাউদ্দীন আহমেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শোয়াইব আহমাদ, সাতক্ষীরা পৌরসভার নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদ,সাবেক ফিফা রেফারি তৈয়ব হাসান প্রমুখ।

এসময় জেলা প্রশাসক মোস্তাক আহমেদ বলেন,তারা একটি কর্ম পরিকল্পনা গ্রহণ করেছেন। বিশেষ করে শহরের অংশটুকু দুই ধাক্কা দিয়ে একটা পর্যায়ে নিয়ে আসা হবে। যদি খনন করতে হয় করা হয়, যদি উচ্ছেদ করতে হয় উচ্ছেদ করা হবে, যদি অপসারণ করতে হয় অপসারণ করা।তারপরে দৃষ্টিনন্দন জায়গায় নিয়ে যাওয়া হবে প্রাণসায়ের খালকে ঘিরে সাতক্ষীরা শহরকে।