কালিগঞ্জ

শিক্ষক ও এনজিওকর্মী শম্পা গোস্বামীকে হয়রানির প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন

By daily satkhira

November 02, 2024

নিজস্ব প্রতিনিধি : কালিগঞ্জ মোজাহার মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও প্রেরণার নির্বাহী পরিচালক শম্পা গোস্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলাসহ হয়রানির প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকাল ৪টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি বিশ^জিৎ ঘোষ।

বক্তব্য রাখেন, জেলা মন্দির সমিতির সভাপতি এড. সোমনাথ ব্যানার্জি, জেলা গণফোরামের সভাপতি আলীনুর খান বাবুল, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্যপরিষদের সাধারণ সম্পাদক স্বপন কুমার শীল, বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক অধ্যাপক ইদ্রিস আলী প্রমুখ।

বক্তারা বলেন, সংখ্যালঘুরা এদেশের ভূমিপুত্র। তারা উড়ে আসেনি। শম্পা গোস্বামী অসহায় নির্যাতিত নারীদের নিয়ে কাজ করে। প্রত্যন্ত অঞ্চলের নারীদের কর্মদক্ষ করে গড়ে তুলতে ভ‚মিকা পালন করে আসছে। শুধু মাত্র ধর্মীয় সংখ্যালঘু হওয়ায় তাকে হয়রানি করা হচ্ছে। শাহাদাত নামের একজন ব্যক্তি তাকে দিশেহারা করে তুলেছে। সংখ্যালঘু বলে শম্পা গোস্বামীকে হয়রানি করা হলে আমরা বসে থাকবো না। কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে। ##