ফিচার

ইসলামিক রিলিফ বাংলাদেশের উদ্যোগে শ্যামনগরে ফলজ গাছের চারা বিতরণ

By daily satkhira

November 03, 2024

মেহেদী হাসান আটুলিয়া শ্যামনগর প্রতিনিধি: “ফল -ফসলে বাংলাদেশ , দারিদ্রতা্ করবে শেষ ” উক্ত শ্লোগান কে প্রতিপাদ্য করে, ইসলামিক রিলিফ বাংলাদেশশ এর ইকরা প্রকল্পের আওতায় শ্যামনগর উপজেলার রমজান নগর এবং বুড়িগোয়ালীনি ইউনিয়নে ফলজ গাছের চারা বিতরণ সম্পন্ন হয়েছে।

ইকরা প্রকল্পের অধীনে প্রতি ইউনিয়ন হতে ৫০০ পরিবার হিসেবে দুই ইউনিয়নের মোট ১০০০ পরিবারের মধ্যে ২০০০ টি ফলজ গাছের চারা বিতরণ করা হয়। উক্ত দুই ইউনিয়ন পরিষদ চত্বরে চারাগুলো বিতরণ করা হয়।

এলাকার লবনাক্ততা এবং জলবায়ু বিবেচনা করে এবং উপজেলা কৃষি অফিসের সাথে আলোচনা ও সমন্বয়ের মাধ্যমে পরিবারগুলোর জন্য ছবেদা , তেতুল, কদবেল এবং ডালিমের চারা নির্বাচন করা হয় ৷ উক্ত ফলজ চারা বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন কৃষিবীদ মোঃ নাজমুল হুদা (উপজেলা কৃষি অফিসার, শ্যামনগর ), হাজী মোঃ নজরুল ইসলাম, চেয়ারম্যান বুড়িগোয়ালীনি ইউনিয়ন পরিষদ, আলহাজ্ব শেখ জাহাঙ্গীর আলম,প্যানেল চেয়ারম্যান, রমজাননগর ইউনিয়ন পরিষদ, মোঃ জামাল হোসেন (উপ-সহকারী কৃষি অফিসার),

মোঃ সোহরাব হোসেন, জেলা প্রকল্প ব্যবস্থাপক, ইসলামিক রিলিফ বাংলাদেশ,শ্যামনগর।এছাড়াও ইউপি সদস্য বৃন্দ এবং ইসলামিক রিলিফ এর কর্মকর্তা কৃষিবীদ বদরুজ্জামান, আরিফুজ্জামান, আছাফুর রহমান ও আজিজুর রহমান। ফলজ গাছের চারা পেয়ে উপস্থিত সকলে অত্যান্ত খুশি হন এবং উক্ত ফলজ গাছের মাধ্যমে ভবিষ্যতে এলাকার জনমানুষের পুষ্টি পূরণ ও সংসারের আয় বৃদ্ধিতে অবদান রাখবে বলে মতামত ব্যক্ত করেন। তারা ইসলামিক রিলিফ বাংলাদেশ এর ইকরা প্রকল্পের এমন প্রশংসনীয় কাজ কে সাধুবাদ জানান ।