ফিচার

ভোমরায় ঋষি সম্প্রদায়ের ঘরবাড়ী ভাংচুর লুটপাট ও জমি দখলের প্রতিবাদে মানববন্ধন

By daily satkhira

November 04, 2024

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার ভোমরায় জেলা জাতীয় পার্টির নেতা ইউপি চেয়াম্যান ইসরাইল গাজীর নির্দেশে ঋষি সম্প্রদায়ের ঘরবাড়ী ভাংচুর, লুটপাট, মারপিট ও বিভিন্ন হুমকি ধামকির প্রতিবাদ এবং তার গ্রেপ্তারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৪ নভেম্বর) বেলা ১১ টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বরে ভুক্তভোগী ঋষি সম্প্রদায়ের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, চেয়ারম্যান ইসরাইল গাজীর সন্ত্রাসী বাহিনী ওমর ফারুক, আবু সাঈদ, জুলফিকার আলীসহ তাদের ভাড়াটিয়া বাহিনীর সদস্য মৃত সুলতান মোড়লের ছেলে সিরাজুল ইসলাম, মানিকের ছেলে তরিকুল গংরা আমাদের বসতবাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করে ধ্বংস যজ্ঞ চালায়। বাধা দিতে গেলে মারপিট করে গুরুতর আহত করে। এসময় তারা আমাদের ৫টি পরিবারের মূল্যবান মালামাল লুটপাট করে নিয়ে যায়।

বইচনা গ্রামের মৃত গোবিন্দ দাসের স্ত্রী ভুক্তভোগী বুলু দাসী কান্নাজড়িত কন্ঠে বলেন, আমরা হতদরিদ্র মানুষ। আমাদের কোন জমি জায়গা না থাকায় ২০১০ সালে বৈচনা মৌজায় এস এ ১৪২ নং খতিয়ান, বিআর এস ১/১ খতিয়ান ও খারিজ সূত্রে ১৬,১৮ নং ৮ শতক জমির রেকর্ডীয় মালিক বাবু মুচির কাছ থেকে স্ট্যাম্পের মাধ্যমে ক্রয় করি। এরপর থেকে দীর্ঘদিন উক্ত সম্পত্তিতে ৫টি ঋষি পরিবার শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছি। কিন্তু এলাকার মৃত নূরুল আমিনের ছেলে ওমর ফারুক দিং উক্ত সম্পত্তি অবৈধভাবে দখলের পায়তারা চালাতে থাকে।

ভুক্তভোগী সংকর দাশের স্ত্রী দিপালী রানী বলেন, জাতীয় পার্টির নেতা ভূমিদস্যু ও চোরাকারবারি ভোমরার ইউপি চেয়ারম্যান ইসরাইল গাজীর নির্দেশে সন্ত্রাসীরা আমাদের পরিবারের উপর হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করে। এখন আমাদের রান্না- খাওয়ারও জায়গা নেই। খোলা আকাশের নীচে বাচ্চা-কাচ্চা নিয়ে অতি কষ্টে দিন পার করছি। আমরা ইসলাইল গাজীর গ্রপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।

এসময় আরো বক্তব্য দেন, সংকর দাশ, স্থানীয় কাজী সাকিবসহ ভুক্তভোগী ঋষি পরিবারের সদস্যরা।