ফিচার

শ্যামনগরে মানববন্ধনে অংশগ্রহনকারীদের মারধর

By daily satkhira

November 12, 2024

শ্যামনগর প্রতিনিধিঃ

সাতক্ষীরার শ্যামনগর উপজেলা বিএনপির সহ-সভাপতি পদ্মপুকুর ইউপি চেয়ারম্যান আমজাদুল ইসলাম (আমজাদ) এর বিরুদ্ধে মানববন্ধনের জেরে ৩ জন জমির মালিক/ মানববন্ধনে অংশগ্রহনকারীকে মারধর করার অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয়রা জানান, আবু মুছা, কাশেম গাজী ও আলআমিন নামে ৩ ব্যক্তির উপর হামলার ঘটনা ঘটেছে। প্রভাবশালী বিএনপি নেতার অনুসারীরা সোমবার রাতে (১১ নভেম্বর দিনগত) উপজেলার সোনাখালী ও পাতাখালী গ্রামে ঢুকে এসব হামলার ঘটনা ঘটায় বলে অভিযোগ উঠেছে।

১১ নভেম্বর(সোমবার) পদ্মপুকুরের ঝাপা মৌজার ৪শ একর জমির একটি চিংড়িঘের দখল চেষ্টার প্রতিবাদে শতাধিক জমি ও ঘের মালিকরা মানববন্ধনে অংশ নেয়। হামলার শিকার আলআমিনসহ অন্যরা অভিযোগ করেন, জাতীয় পার্টির কেন্দ্রীয়নেতার আব্দুস সাত্তার মোড়লের পক্ষ নিয়ে আমজাদুল ইসলাম সম্প্রতি তাদের স্বত্ত দখলীয় ঘের জবর দখলের হুমকি দেয়।

তারা শতাধিক জমি ও ঘের মালিক সোমবার সোনাখালি বাজারে মানববন্ধন করে। যার ফলে রাতে চেয়ারম্যানের নেতৃত্বে বাবুল, আবু বক্কার, খোকন, শামিমসহ ২০/২২ জন লাঠি, রড, হাতুড়ি নিয়ে তাদের উপর হামলা করে। এসময় প্রাণভয়ে বাড়িঘর ছেড়ে পালিয়ে তারা জীবন রক্ষা করেছেন বলেও দাবি করেন। এর আগে মানববন্ধন শেষে বাড়িতে ফেরার পথেও আমজাদুলের নেতৃত্বে তাদের উপর হামলার চেষ্টা করা হয় বলে জানায় কাশেম গাজী নামে অপর ভুক্তোভোগী।

অভিযোগের বিষয়ে আমজাদুল ইসলাম জানান, রাতে কোন হামলার ঘটনা ঘটেনি। তবে মানববন্ধনে আমার ছবি ব্যবহারের ঘটনায় ক্ষুব্ধ কিছু মানুষ দুপুরের দিকে খেয়াঘাটে সামান্য উত্তেজিত হওয়ার চেষ্টা করেছিল।