ফিচার

শ্যামনগরে উপকূল দিবসে মানববন্ধন,১২ নভেম্বর’কে উপকুল দিবসের দাবী

By daily satkhira

November 12, 2024

শ্যামনগর প্রতিনিধিঃ ১২ নভেম্বর’কে উপকুল দিবস হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ১২ নভেম্বর (মঙ্গলবার) সুন্দরবন স্টুডেন্ট সলিডারিটি টিম, সবুজ সংহতি, উপজেলা যুব স্বেচ্ছাসেবী সমন্বয় কমিটি ও বারসিক মানববন্ধনের আয়োজনে মানববন্ধনে বক্তারা বলেন, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ক্ষতির কারণ না হয়েও বাংলাদেশ চরম ঝুঁকিতে রয়েছে।

উপকূলের মানুষের ন্যায্যতার দাবিতে উপকূল দিবস ঘোষনা করতে হবে। একই সাথে উপকূলের পরিকল্পিত উন্নয়নে উন্নয়ন বোর্ড গঠনসহ বেড়িবাঁধ উঁচু করণ ও ঢালে কংক্রিটের বাঁধ নির্মাণ, জীববৈচিত্র রক্ষাসহ ১৯৭০ এর ভয়াল ১২ নভেম্বরের ঘূর্ণিঝড়টিকে স্মরণে রেখে দিনটিকে উপকুল দিবস ঘোষনা করতে হবে।

বক্তারা আরও বলেন, ১৯৭০ সালে ১২ নভেম্বরের প্রলয়ংকারী ঘূর্ণিঝড়ে প্রায় ১০ লাখ মানুষের প্রাণহানীর ঘটে। জাতিসংঘের বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিউএমও) ঐ দুর্যোগকে পৃথিবীর ইতিহাস সবচেয়ে ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগ হিসেবে তালিকাভুক্ত করেছে। এমতাবস্থায় দিবসটির রাষ্ট্রীয় স্বীকৃতি আশ্র প্রয়োজন। মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রামকৃষ্ণ জোয়ারদার, কুমুদ রঞ্জন গায়েন, গাজী আব্দুল্লাহ আল মামুন, তৃপ্তি বিশ্বাস, কোহিনুর ইসলাম, বিধান মধু, বিশ্বজিৎ মন্ডল, প্রতিমা চক্রবর্তী, বরসা গাইন, এবং ওসমান গনি সোহাগ প্রমুখ।