সাতক্ষীরা

ঝাউডাঙ্গা কলেজে উগ্রপন্থা প্রতিরোধে র‌্যালী ও আলোচনা সভা

By daily satkhira

September 21, 2016

ঝাউডাঙ্গা প্রতিনিধি : বেসরকারি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান অগ্রগতি সংস্থার উদ্যোগে ঝাউডাঙ্গা কলেজে উগ্রপন্থা প্রতিরোধ বিষয়ক র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। “শান্তি- সম্প্রীতির স্বপক্ষে তরুণ- যুবকরা ঐক্যবদ্ধ হও” শ্লোগানকে সামনে রেখে শিক্ষক শিক্ষার্থী ও কর্মচারিগণ বিভিন্ন শ্লোগান সম্বলিত প্লাকার্ড, ব্যানার নিয়ে এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। কলেজের অধ্যক্ষ খলিলুর রহমানের সভাপতিত্বে বুধবার সকাল ১১ টায় কলেজ চত্বরে উগ্রপন্থা প্রতিরোধ সভা অনুষ্ঠিত হয়। এসময় কলেজের অধ্যক্ষ বলেন “বাংলাদেশের মানুষ সামাজিক সম্প্রীতির মূল্যবোধ ধারণ করে। এটি উজ্জ্বল ভবিষ্যতের বড় ভিত্তি। তাই উগ্রপন্থা, সন্ত্রাস দমন করতে তরুন সমাজকে সচেতন এবং ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে”। এসময় অগ্রগতি সংস্থার মনিটারিং কর্মকর্তা  তৈয়েবুর রহমান সমাজ ও দেশে শান্তি রক্ষায় শিক্ষার্থীদের করনীয় সম্পর্কে ধারনা ও আলোচনা করেন। এসময় উপস্থিত ছিলেন সমাজ বিজ্ঞানের সহকারি অধ্যাপক গোপাল চন্দ্র, বাংলা বিভাগের সহকারি অধ্যাপিকা জেসমিন নাহার, প্রভাষক বখতিয়ার বকুল, সহকারি অধ্যাপিকা নাছিমা খাতুন, সহকারি সহকারি অধ্যাপক আলমগীর কবির, সহকারি অধ্যাপক পরিমল ঘোষ, সহকারি অধ্যাপক সরবিন্দ ঘোষ, প্রভাষক বিশ্বজিত ঘোষ,প্রভাষক আশরাফুজ্জামান বাবলুু , প্রভাষক শাহাজান সিরাজ, প্রভাষক অহিদুর  রহমান, প্রভাষক কনক ঘোষ, সহ সকল বিভাগের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী কর্মকর্তা ও কর্মচারীগন। র‌্যালি ও আলোচনা সভায় সার্বিক সহযোগিতা ও অর্থায়নের দায়িত্বে ছিলো বেসরকারি প্রতিষ্ঠান জিসাপ ও পিস কনসোর্টিয়াম বিডি।