কালিগঞ্জ

সাতক্ষীরায় চাকুরির প্রলোভন দেখিয়ে টাকা আত্মসাৎকারি প্রতারক হাবিব গ্রেফতার

By daily satkhira

November 15, 2024

নিজস্ব প্রতিনিধি : সরকারি চাকুরির প্রলোভন দেখিয়ে টাকা আত্মসাৎকারি শীর্ষ প্রতারক হাবিবুল্লাহ হাবিব কারিকর কে গ্রেফতার করেছে র‌্যাব-৬ ।

শুক্রবার বেলা ১১টার দিকে সাতক্ষীরা শহরের পলাশপোল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। প্রতারক হাবিব কারিকর কালিগঞ্জ উপজেলার পাইকারা গ্রামের আহম্মদ কারিকরের পুত্র।

র‌্যাব-৬ সাতক্ষীরার কমান্ডার এ এস পি ফয়সাল আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে পলাশপোল এলাকায় অভিযান চালিয়ে প্রতারক হাবিবকে গ্রেফতার করা হয়।

হাবিবুল্লাহ হাবিব গত একযুগেরও বেশী সময় ধরে সাতক্ষীরা ও যশোর জেলাসহ আশপাশের এলাকার সাধারণ মানুষের কাছে এক আতঙ্কের নাম ছিল। তার নামে কালোবাজারি, দাঙ্গা সংঘটন, সরকারি কাজে বাধাদান, সরকারি কর্মচারীদের ওপর হামলা, অবৈধ বিস্ফোরক সামগ্রী নিজ আয়ত্তে রাখা, অস্ত্র ব্যবসা, জমি দখল, সরকারি চাকরী দেওয়ার নামে টাকা হাতিয়ে নেওয়া, ঢাকায় ফ্ল্যাট বাসা ভাড়া নিয়ে নারীদের দিয়ে দেহ ব্যবসাসহ তার নামে মোট ০৯ টি মামলা রয়েছে।

আওয়ামীলীগ সরকার পতনের পর থেকে বিএনপি নেতৃবৃন্দের সাথে ছবি তুলে সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রচার করে এবং ছাত্র সমন্বয়কদের সাথে তাল মিলিয়ে সাতক্ষীরা এলাকায় পুনরায় প্রতারনা চক্রের জাল বিছিয়ে নতুন করে এলাকায় প্রতারক চক্রটি সক্রিয় হয়ে ওঠার তথ্য ছিল। ২০১১ সালে সাতক্ষীরা জেলার কালীগঞ্জ থানায় হত্যাচেষ্টাসহ অন্যান্য মামলা, ২০১৫ সালে সাতক্ষীরা কালীগঞ্জ থানায় নারী ও শিশু মামলা, ২০২০ সালে ডিএমপি ঢাকা মোহাম্মদপুর থানায় প্রতারনা মামলা এবং ২০২২ সালে দেবহাটা থানায় প্রতারনাসহ উক্ত আসামির নামে দেশের বিভিন্ন থানায় ছদ্ম নামে একাধিক মামলা আছে। গ্রেফতারকৃত আসামিকে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য সাতক্ষীরা জেলার কালিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

১৫.১১.২০২৪