সাতক্ষীরা

ইয়ুথ ফর দি সুন্দরবন এর আহ্বায়ক হলেন কর্ণ বিশ্বাস কেডি

By daily satkhira

November 19, 2024

প্রেস বিজ্ঞপ্তি : পলিথিন ও প্লাস্টিক দূষণ প্রতিরোধের মাধ্যমে সুন্দরবন এবং সংলগ্ন এলাকার প্রতিবেশ ও পরিবেশ সুরক্ষা নিশ্চিত করতে দৃঢ় প্রতিজ্ঞ যুবদের সমন্বয়ে আশাশুনিতে ইয়ুথ ফর দি সুন্দরবন এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

১৪ নভেম্বর ২০২৪ বৃহস্পতিবার সকাল ১১ টায় আশাশুনি উপজেলা পরিষদ মিলানয়তনে উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায় এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জীব কুমার দাশের উপস্থিতে ৩১ জন সদস্যদের সম্মতিতে কর্ণ বিশ্বাস কেডি কে আহ্বায়ক হিসিবে দায়িত্ব দেওয়া হয়। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মুজিবুর রহমান, রুপান্তরের প্রজেক্ট অফিসার গোলাম কিবরিয়া,দীপ সাহা,ছাইব হোসেন নানু প্রমূখ।

আহ্বায়ক কর্ণ বিশ্বাস কেডি জানান, সুন্দরবন শুধু মাত্র বন নয়,এটি আমাদের পরিবেশের সুরক্ষার একটি বড় স্তম্ভ। প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা ও দূষণ প্রতিরোধে যুবদের অংশগ্রহণ নিশ্চিত করতে আমাদের এই কমিটি গঠন করা হয়েছে। যাদের উদ্যোগে সুন্দরবন সংলগ্ন এলাকায় জনগণ প্লাস্টিক ও পলিথিনের মাধ্যমে সুন্দরবন দূষণের ভয়াবহতা সম্পর্কে অবগত করা হবে,এবং আমাদের এই সুন্দরবন বাঁচতে আমাদের সকলের নিজ নিজ যায়গা থেকে এগিয়ে আসতে হবে। প্লাস্টিক ও পলিথিন দূষণ বন্ধ করি,প্রিয় সুন্দরবন রক্ষা করি।