নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা অবহিত করন ও মানবিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে গণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার কালিগঞ্জ ফুটবল মাঠে অনুষ্ঠিত এই গণসমাবেশে সভাপতিত্ব করেন কালীগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক এবাদুল ইসলাম।
কালিগঞ্জ উপজেলা বিএনপির আয়োজনে গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সমন্বয়ক হাবিবুর রহমান হাবিব, পৌর বিএনপির সদস্য সচিব তাসকিন আহমেদ চিশতি, জেলা শ্রমিকদলের সভাপতি আব্দুস সামাদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোহেল আহমেদ মানিক, জেলা কৃষকদলের সভাপতি সালাউদ্দিন লিটন, সাতক্ষীরা জেলা তাঁতিদলের আহবায়ক শাহরিয়ার রিপন, জেলা মৎস্যজীবী দলের সদস্য সচিব মাহমুদুল হক, সাতক্ষীরা জেলা জাসাসের সদস্য সচিব ফারুক হোসেনসহ অন্যরা। বক্তারা বলেন, আজও অনেক মা তার সন্তানকে খুজে পাই না, অনেক গৃহবধু তার স্বামীকে খুঁেজ পাওয়া যায়। তাদের কে গুম করা হয়েছে। আমরা তারেক রহমানের কথায় আস্থাশীল হয়ে ধর্য্যধারন করে চলেছি। ১৭টি বছর আমরা আন্দোলন করেছি। জেল জুলুম অত্যাচার, নির্যাতনের শিকার হয়েছি। বর্তমান সরকারের কাছে আমাদের দাবি যেটুকু সংস্কার দরকার সেটুকু করেই নির্বাচনের ব্যবস্থা করুন। ##