ফিচার

আসুন! নতুন স্বাধীনতা ও মূল্যবোধ প্রতিষ্ঠার মাধ্যমে ইসলামী রাষ্ট্র গঠনের জন্য কাজ করি -ডা: গালিব

By daily satkhira

November 21, 2024

প্রেস বিজ্ঞপ্তি : বৃহস্পতিবার বিকাল ৪ ঘটিকায় সাতক্ষীরা সরকারি উচ্চ বালক বিদ্যালয় ময়দানে আহলেহাদীস আন্দোলন বাংলাদেশ সাতক্ষীরা সাংগঠনিক জেলার উদ্যোগে ইসলামী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

আহলেহাদীস আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক ও সাতক্ষীরা জেলার সভাপতি মাও: আলতাফ হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আহলেহাদীস আন্দোলনের আমীর প্রফেসর ড. মোহাম্মাদ আসাদুল্লাহ আল গালিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় সেক্রেটারি অধ্যাপক মো: নূরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সিরাজুল ইসলাম, প্রচার সম্পাদক ড. মো: সাখাওয়াত হোসেন, হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ড. আহমদ আব্দুল্লাহ সাকিব, যুব বিষয়ক সম্পাদক আব্দুর রশিদ আক্তার, আহলেহাদীস পেশাজীবী ফোরামের সভাপতি ড. শওকাত হোসাইন, শিক্ষা বিষয়ক সম্পাদক ড. মো: কাবিরুল ইসলাম, আহলেহাদীস যুবসংঘের সভাপতি শরিফুল ইসলাম মাদানী, আহলেহাদীস আন্দোলনের কেন্দ্রীয় শূরা সদস্য অধ্যাপক মো: রফিকুল ইসলাম, সাতক্ষীরা জেলার সাবেক সভাপতি মাও: আব্দুল মান্নান, প্রিন্সিপাল আজিজুর রহমান, শায়খ সোহেল বিন আকবর মাদানী। এছাড়া প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, মাও: শামছুর রহমান আজাদী ও মাওলানা জাহাঙ্গীর আলম ইসলাহী। এছাড়া আরো বক্তব্য রাখেন, আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ আহলেহাদীছ যুব সংঘের কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে ড. গালিব বলেণ, বর্তমান দ্ব›দ্ব সংঘাতময় বিশে^ ইউক্রেন রাশিয়ার যুদ্ধ, বিশেষত ফিলিস্তিনের উপর ইসরাইলের বর্বর আক্রমণ মানব সভ্যতার ইতিহাসে কলঙ্কজনক অধ্যায়। জাতীয় রাজনীতিতে ক্ষমতার লিপ্সা জাতিকে বিভক্ত করেছে। বাংলাদেশের নতুন স্বাধীনতার প্রেক্ষাপটে ছাত্র জনতার মহান সংগ্রামের মাধ্যমে নতুন মানবিক মূল্যবোধের জন্ম হয়েছে। সকল ধর্মের লোকদের ধর্মীয় স্বাধীনতা ও মূল্যবোধ চেতনায় উজ্জীবিত নাগরিক ও ছাত্র জনতার আকাঙ্খার নতুন স্বাধীনতা হবে ইসলামী রাষ্ট্র। যেখানে সকল বৈষম্যের অবসান হবে। আসুন! আমরা নতুন স্বাধীনতাকে মূল্যায়নের লক্ষ্যে অহি ভিত্তিক জীবন গড়ি।