বিএম আলাউদ্দীন আশাশুনি ব্যুরো: আশাশুনি উপজেলার বড়দলে জমিজমার বিরোধীকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আব্দুস সাত্তার (৬৭) নামে এক বৃদ্ধ গুরুতর আহত হয়েছে। আশংকা জনক অবস্থায় স্থানীয়দের সহযোগিতায় তার পরিবারের লোকজন তাকে উদ্ধার করে আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
আহতের বড় ভাই আব্দুল হাকিম ঢালী ও স্থানীয় সূত্র জানায়, সোমবার সকাল আনুমানিক সাড়ে ৮ টার দিকে বড়দল বাজার থেকে মাছ বিক্রি করে বাড়ি ফেরার পথে সামাদ ঢালীর বাড়ির সামনের রাস্তার আব্দুস সাত্তারের গতিপথ রোধ করে প্রতিপক্ষ একই গ্রামের মৃত ফজর ঢালীর পুত্র মান্নান ঢালী ও তার পুত্র মুস্তাকিম এবং মিন্টু ঢালী মিলে তার উপর হামলা করে।
এসময় হামলাকারীদের হাতে থাকা লোহার রড, শাবল ও লাঠি দিয়ে আব্দুস সাত্তারকে পিটিয়ে গুরুতর আহত করে তার কাছে থাকা মাছ বিক্রির ২৫ হাজার ৫ শত ৬৫ টাকা ছিনিয়ে নেয়। একপর্যায়ে আব্দুস সাত্তারের আত্ম চিৎকার শুনতে পেয়ে স্থানীয় লোকজনকে ছুটে আসতে দেখে হামলাকারীরা দৌড়ে পালিয়ে যায়। পরে স্থানীয়দের খবরে ভিত্তিতে আহত আব্দুস সাত্তারের পরিবারের লোকজন ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এবিষয়ে আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত উপসহকারী মেডিকেল অফিসার ডা: সজনী বলেন- সকাল ১১ টা ১০ মিনিটে আহত অবস্থায় আব্দুস সাত্তার নামের এক বয়স্ক রোগীকে হাসপাতালে আনা হয়। এসময় তার মাথা থেকে রক্তক্ষরণ হচ্ছিল। আমরা তার মাথায় সেলাই দেই। পরে জরুরী বিভাগ থেকে চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।
এব্যাপারে আহত আব্দুস সাত্তারের বড় ভাই আব্দুল হাকিম ঢালী বাদী হয়ে আশাশুনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।