ফিচার

দেবহাটায় অপপ্রচারের বিরুদ্ধে শিক্ষার্থীর সাংবাদিক সম্মেলন

By daily satkhira

December 05, 2024

কে এম রেজাউল করিম দেবহাটা : দেবহাটায় অপপ্রচার ও ভুল তথ্য প্রচারের বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। দেবহাটা রিপোর্টার্স ক্লাব মিলনায়তনে ৫ ডিসেম্বর সকাল ১১টায় অনুষ্ঠিত উক্ত সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন সমাজসেবক ও বিশিষ্ট রাজনীতিক আব্দুল হাবিবের ছেলে কলেজের শিক্ষার্থী ইমতিয়াজ শরফরাজ। লিখিত বক্তব্যে তিনি বলেন, তার পিতা আব্দুল হাবিব একজন সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি দীর্ঘদিন বিভিন্ন সামাজিক প্রতিষ্টানের সাথে সম্পৃক্ত থেকে মানুষের কল্যানে কাজ করছেন। সম্প্রতি রাজনৈতিক পটপরিবর্তনের কারনে তার পিতা ব্যবসা বানিজ্য করার উদ্দেশ্যে ইউনিয়ন পরিষদ থেকে ট্রেড লাইসেন্স নিয়ে যথাযথ প্রক্রিয়া মেনে উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি জায়গা বরাদ্দ পেতে আবেদন করেন। উপজেলা নির্বাহী অফিসার উপজেলা পরিষদের অন্তর্ভুক্ত একটি পরিত্যক্ত জায়গা আব্দুল হাবিবের নামে প্রাথমিকভাবে বরাদ্দ দেন।

কিন্তু তার পিতার রাজনৈতিক প্রতিপক্ষরা হীন মানসিকতার পরিচয় দিয়ে সেই বিষয়টিকে ভিন্নখাতে প্রচার দিতে নানারকম প্রপাগান্ডা ছড়ানোর অপচেষ্টা করছে। তিনি বলেন, সরকারী স্থাপনা দখল বা জোরপূর্বক সাইনবোর্ড যদি লাগাতে হতো তাহলে সেটা গত আগষ্ট মাসেই করতো, তার জন্য ডিসেম্বর মাস লাগবে কেনো। এটা সম্পূর্ণ নোংরা মানসিকতার কারনে তার পিতার নামে অপপ্রচার চালানো হচ্ছে বলে তিনি বলেন। যারা রাজনৈতিক ও সামাজিকভাবে পদলেহনকারী এবং তার পিতার জনপ্রিয়তার কারনে ঈর্ষান্বিত এধরনের অপপ্রচার চালানো তাদেরই কাজ। তাই তিনি একজন শিক্ষার্থী হিসেবে তার পিতার নামে এইধরনের অপপ্রচার চালানোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সাথে সাথে প্রশাসনকে এবিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহনের জন্য তিনি আবেদন জানান।