ফিচার

বাংলাদেশের স্বাধীণতা ও সার্বভৌমত্ব নিয়ে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সাতক্ষীরায় প্রতিবাদ সমাবেশ

By daily satkhira

December 09, 2024

প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশের স্বাধীণতা ও সার্বভৌমত্ব নিয়ে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সাতক্ষীরায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আমার বাংলাদেশ(এবি পার্টি) এর আয়োজনে সোমবার বিকাল ৪টায় সাতক্ষীরা নিউ মার্কেট চত্বরে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন জেলা কমিটির ক্রীড়া সম্পাদক মনঞ্জুরুল কবির রিপন।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, এবি পার্টি সাতক্ষীরা জেলার আহবায়ক ভিপি আব্দুল কাদের। বক্তব্য রাখেন, পার্টির সদর থানার সভাপতি ডা: জি এম সালাউদ্দিন শাকিল, পার্টির সদস্য ভ‚মিহীন নেতা আব্দুস সাত্তারসহ অন্যরা। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন পার্টির জেলা সদস্য সচিব মো: আলমগীর হুসাইন। বক্তারা বলেন, আপনারা দীর্ঘদিন বাংলাদেশের উন্নয়নের নামে দেশকে ধ্বংসের দ্বার প্রান্তে পৌছে দিয়েছেন।

৫ আগস্ট ছাত্রজনতার রক্তের বিনিময়ে নতুন করে বাংলাদেশটাকে গঠন করার স্বপ্ন দেখছি। মানুষের সেই স্বপ্ন ভঙ্গের কারন হবে না। যদি আপনারা উস্কানি দিয়ে দেশকে আবারো অশান্ত করার পায়তারা করেন। এরপরিনতি কিন্তু ভালো হবে না। বাংলাদেশের মানুষ দাঁতভাঙ্গা জবাব দিবে। বক্তারা হুশিয়ারি প্রদান করে বলেন বাংলাদেশের স্বাধীণতা ও সার্বভৌমত্ব নিয়ে ষড়যন্ত্রকারীদের কোন ছাড় দেওয়া হবে না।##