দেবহাটা

দেবহাটায় ইউএনওর অভিযানে পুশকৃত ৩মন চিংড়িসহ ২জন আটক

By daily satkhira

December 10, 2024

কে এম রেজাউল করিম দেবহাটা : দেবহাটায় ইউএনওর ভ্রাম্যমান আদালতে ৩মন পুশকৃত চিংড়িসহ ২জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার ১০ ডিসেম্বর দুপুরে পারুলিয়া মৎস্য সেডের আড়ত থেকে চিংড়িতে পুশ করার সময় পুশ করার যন্ত্রপাতিসহ তাদেরকে আটক করা হয়।

জানা গেছে, আমাদের দেশের রপ্তানি আয়ের অন্যতম উৎস চিংড়ি। সাদা সোনাখ্যাত এই চিংড়ি রপ্তানি করে আমরা অনেক বৈদেশিক মুদ্রা অর্জন করি। সেই সুনাম নষ্ট করতে একশ্রেনীর অসাধু ব্যবসায়ী দীর্ঘদিন চিংড়িতে সাবু ও জেলিসহ নানারকম অপদ্রব্য পুশ করে আসছে। প্রশাসন এবিষয়ে বিভিন্ন সময়ে একাধিক অভিযান পরিচালনা করে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করে৷ কিন্তু অসাধু ব্যবসায়ীদের দৌরাত্ম কমানো যাচ্ছেনা।

মঙ্গলবার ইউএনও মোঃ আসাদুজ্জামান গোপন সংবাদের ভিত্তিতে দুপুর ২টার দিকে এই অভিযান পরিচালনা করেন। এসময় দেবহাটা থানার অফিসার ইনচার্জ হযরত আলী উপজেলা নির্বাহী অফিসারের সাথে ছিলেন। অভিযানে পুশকৃত ৩ মন উপজেলার খেজুরবাড়িয়া গ্রামের নজরুল ইসলামের ছেলে জাহাঙ্গীর আলম ও দক্ষিণ পারুলিয়া গ্রামের প্রশান্ত ঘোষের ছেলে উত্তম ঘোষকে হাতেনাতে গ্রেফতার করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আটককৃত চিংড়ি আগুন দিয়ে জ্বালিয়ে দেয়া হয় এবং আটককৃত ২জন অসাধু ব্যবসায়ীকে ২ লক্ষ টাকা অর্থদন্ড প্রদান করা হয়।