নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় কলারোয়ায় শহিদ জিয়া স্মৃতি ১৬ দলীয় ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। সুলতানপুর ফুটবল মাঠে বুধবার সকালে সুলতানপুর সোনালী সংঘের আয়োজনে ১৬ দলীয় ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা ছাত্রদলের সদ্য সাবেক সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন।
এ-সময় উপস্থিতি ছিলেন, ৭নং চন্দনপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান মন্টু, সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম, ৭নং চন্দনপুর ইউনিয়ন যুবদলের সভাপতি আবু রায়হান,সাধারণ সম্পাদক গাজী শফিউল আলম শফি,চন্দনপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রমজান আলী,চন্দনপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক ওমর ফারুক মিঠু সহ আরো অনেকে।
শহিদ জিয়া স্মৃতি ১৬ দলীয় ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় অংশ গ্রহণ করেন কলারোয়া ছাত্রদল ক্রিকেট একাদশ বনাম মহিষা ইয়াং স্টার ক্রিকেট একাদশ।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধান অতিথির বক্তব্যে বলেন, গত ১৭ বছরে আমরা এমন জিয়ার নামে ক্রিকেট টুর্নামেন্টের আয়োজনও করতে পারিনি অংশগ্রহণ করে কথাও বলতে পারিনি। ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার সাতক্ষীরা সহ দেশের খেলাধুলাকে চরণভূমিতে পরিণত করেছে। সেগুলোকে আগের অবস্থায় ফিরিয়ে আনার জন্য জোর চেষ্টা চালানো হচ্ছে। গত ১৭ বছরে দেশের তরুণ সমাজের হাতে বল ও ব্যাট না দিয়ে তাদের হাতে মাদক তুলে দিয়েছেন। দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকেও মাদকের অভয়ারণ্যে পরিণত করেছিল। যুবসমাজকে তারা ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়েছে। ১৭ বছরের জঞ্জাল সরিয়ে দিতে হবে। ছাত্র ও যুব সমাজকে খেলাধুলার দিকে ধাবিত করে সুন্দর খেলা উপহার দিয়ে মাদকমুক্ত সাতক্ষীরা গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।