সম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ১৩ ডিসেম্বর ২০২৪, শুক্রবার সকাল ১০টায় সংগঠনের অস্থায়ী কার্যালয় এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সাধারণ সম্পাদক গাজী ফরহাদের পরিচালনায় ও সভাপতি খন্দকার আনিসুর রহমানের সভাপতিত্বে সভার শুরুতে পবিত্র কুরআন তেলওয়াত এর মাধ্যমে শুরু হয়।
এসময় উপস্তিত ছিলেন মেহেদী আলী সুজয়, আব্দুর রহিম, মাহফিজুল ইসলাম আক্কাজ, সেলিম হোসেন, আব্দুল্লাহ আল মামুন, এম. বেলাল হোসাইন, শেখ কামরুল ইসলাম, মাসুদ আলী, রাহাত রাজা, আব্দুর রহমান, ফিরোজ হোসেন, আসাদুজ্জামান, সৈয়দ সাদিকুর রহমান, শহিদুজ্জামান শিমুল, রিজাউল ইসলাম, আজিজুল ইসলাম ইমরান, সোহরাব হোসেন, শাহজাহান আলী মিটন, এস. এম. হাবিবুল হাসান, হোসেন আলী, এস এম বিপ্লব হোসেন, মাসুদ রানা (মনা), ফাহাদ হোসেন। প্রথম অধিবেশনের সমাপপ্তির পর ৩ সদস্যের আহবায়ক কমিটির মাধ্যমে ২০২৫ সালের জন্য সভাপতি ও সাধারণ সম্পাদক মনোনিত করা হয়। সংগঠনের সকল সদস্যের সর্বসম্মতিক্রমে মীর মোস্তাফা আলীকে সভাপতি ও এম. বেলাল হোসাইনকে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়।
সভায় বর্তমান কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের সিদ্ধান্ত অনুযায়ী সাতক্ষীরা প্রেসক্লাবের সদস্যসহ কর্মরত যে সকল সাংবাদিকবৃন্দ মৃত্যুবরণ করেছে তাদের আত্মার মাগফিরাত করা হয় এবং অসুস্থ্য সাংবাদিকদের সুস্থ্যতা কামনা করা হয়। প্রেস বিজ্ঞপ্তি