ফিচার

সাতক্ষীরায় বালিবাহী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু

By daily satkhira

December 17, 2024

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বালিবাহী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার দুপুর ৩টার দিকে সাতক্ষীরা সদরের ছয়ঘোরিয়া এলাকায় এঘটনা ঘটে। নিহতরা হলেন সাতক্ষীরা শহরের মুনজিতপুর গ্রামের জামাল উদ্দিনের পুত্র জয় (২০)ও তার বন্ধু শিবতলা গ্রামের হাবিবুল্লাহ গাজীর পুত্র তানজিমুল হাসান শিহাব (১৯)|

স্থানীয়রা জানান দুপুর ৩ টার দিকে মোটর সাইকেল যোগে কলারোয়ার দিক থেকে শহরের দিকে আসছিলেন দুই বন্ধু জয় ও শিহাব। পথিমধ্যে সাতক্ষীরা থেকে ছেড়ে আসা বালিবাহী ট্রাক (খুলনা মেট্টো-ট -১১-২২০৫) এর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। দুমড়ে মুচড়ে যায় তাদের ব্যবহৃত মোটরসাইকেলটি।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামিনুল হক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ট্রাকটির চালক পলাতক রয়েছে।##