ফিচার

সাতক্ষীরায় শান্তি সম্প্রীতি ও আমরা বিষয়ক আলোচনা সভা

By daily satkhira

December 22, 2024

প্রেস বিজ্ঞপ্তি : শান্তি, সম্প্রীতি ও আমরা” শিরোনামে সাতক্ষীরা জেলা নাগরিক প্লাটফর্মের স্বেচ্ছাসেবী উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

২২ ডিসেম্বর বিকালে আস্থা প্রকল্পের আওতায় সাতক্ষীরা ম্যানগ্রোভ সভাঘরে অনুষ্ঠিত আলোচনা সভায় সঞ্চালক হিসেবে দায়িত্ব পালন করেন জেলা নাগরিক প্লাটফর্মের সদস্য ও স্বদেশ এর নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত।

জেলা নাগরিক প্লাটফর্মের আহবায়ক শেখ সিদ্দিকুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আলোচক হিসেবে অংশগ্রহণ করেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যান ব্যানার্জী, সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসা অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) ড. মুহাম্মদ আকতার উজ্জামান, এটিএন বাংলার সাতক্ষীরা প্রতিনিধি এম. কামরুজ্জামান, রাজনীতিবিদ কামরুল ইসলাম ফারুক, জেলা নাগরিক কমিটির আহবায়ক শেখ আজাদ হোসেন বেলাল,

সদস্য সচিব এ্যাডভোকেট আবুল কালাম আজাদ, জেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্যপরিষদের সাধারণ সম্পাদক স্বপন শীল, সময় টিভি স্টাফ রিপোর্টার মমতাজ আহমেদ বাপী, সহকারী অধ্যাপক ভারতেশ্বরী বিশ্বাস, সাবেক কাউন্সিলর ফরিদা আক্তার বিউটি, আর টিভির সাতক্ষীরা প্রতিনিধি রামকৃষ্ণ চক্রবর্তী, দুদক জেলা কমিটির সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন, কবি শাহিদুর রহমান, দৈনিক দক্ষিণের মশালের সম্পাদক আশেক-ই-এলাহী, সদর উপজেলা যুব ফোরামের যুগ্ম-আহবায়ক কর্ণ বিশ্বাস। বক্তারা সাতক্ষীরাকে শান্তি, সম্প্রীতির মডেল হিসেবে প্রতিষ্ঠিত করার প্রত্যয় ব্যক্ত করেন এবং এজন্য নাগরিক ঐক্যের প্রতি গুরুত্ব দেন।##