ফিচার

সাতক্ষীরায় ক্যারিয়ার কাউন্সেলিং ওয়ার্কশপ

By daily satkhira

December 24, 2024

নিজস্ব প্রতিনিধি : ক্যারিয়ার গঠন ও উন্নয়নে সচেতনতা বাড়াতে সাতক্ষীরায় একটি বিশেষ ক্যারিয়ার কাউন্সেলিং ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকেলে সাতক্ষীরা শহরের ম্যানগ্রোভ সভাঘরে প্রান্তজ ফাউন্ডেশনের উদ্যোগে এই ওয়ার্কশপ আয়োজন করা হয়।

ওয়ার্কশপে প্রধান ট্রেনার হিসেবে উপস্থিত ছিলেন খুলনা প্রান্তজ ফাউন্ডেশনের অর্থ সম্পাদক মো: জাহিদুর রহমান এবং সাধারণ সম্পাদক মো: ইকবাল হোসেন। তারা ক্যারিয়ার পরিকল্পনা, পেশা নির্বাচন, এবং দক্ষতা উন্নয়ন সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।

ট্রেনার মো: জাহিদুর রহমান বলেন, “প্রযুক্তির অগ্রগতির সঙ্গে সঙ্গে কর্মক্ষেত্রের চাহিদা বদলে যাচ্ছে। বর্তমান সময়ে শিক্ষার্থীদের শুধু একাডেমিক শিক্ষা নয়, পাশাপাশি দক্ষতাও অর্জন করতে হবে।”

সাধারণ সম্পাদক মো: ইকবাল হোসেন বলেন, “যেকোনো পেশার জন্য সঠিক পরিকল্পনা এবং কঠোর পরিশ্রম প্রয়োজন। আমরা এই ওয়ার্কশপের মাধ্যমে শিক্ষার্থীদের অনুপ্রাণিত করতে চাই, যাতে তারা নিজেদের জন্য সঠিক পথ বেছে নিতে পারে।”

অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীরা এ ধরনের ওয়ার্কশপের ভূয়সী প্রশংসা করেন এবং বলেন, এটি তাদের ভবিষ্যৎ পরিকল্পনায় দিকনির্দেশনা দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রান্তজ ফাউন্ডেশনের আয়োজনে এ ধরনের ওয়ার্কশপ আগামীতেও অব্যাহত রাখার আহ্বান জানানো হয়।